সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

JCB এক লিটার ডিজেলে কতটা মাইলেজ দে’বে? খরচ কতো? আ’তঁ’কে উঠবেন আপনি!

বিভিন্ন নির্মাণ কার্য করবার জন্য গভীর গর্ত খুঁড়তে দরকার হয় জেসিবি। জেসিবি এমন একটি যন্ত্র যা বাড়ি তৈরি হোক কিংবা ঢালাও রাস্তা তৈরি সব ক্ষেত্রেই কাজে লাগে। খনন কাজের জন্য এই যন্ত্রের যুড়ি মেলা ভার। একাধিক যন্ত্রপাতি এবং শক্তিশালী ইঞ্জিন দিয়ে তৈরি এই মেশিন। নিমেষের মধ্যে মাটি কাটতে পারে জেসিবি।

জেসিবি আসলে একটি কোম্পানির নাম যারা মাটি খননের মেশিন এবং গেজেট তৈরি করে। এই কোম্পানির মেশিন প্রচুর পরিমাণে ব্যবহার করবার জন্য সবাই একে জেসিবি নামেই চেনে। সামনে এবং পেছনে সমানভাবে কাজ করতে সক্ষম এই যন্ত্র।

এই যন্ত্রের মাইলেজ কত? জেসিবি ইঞ্জিনের শক্তি কতটা রয়েছে তাছাড়া এই ধরনের যন্ত্র সংরক্ষণের জন্য কত টাকা খরচ করতে হয়। আসুন জেনে নেওয়া যাক। জেসিবির মতো মেশিনের মাইলেজ কিলোমিটারে কখনো মাপা যায় না। বিশেষ করে এগুলির দূরত্ব বজায় রাখার জন্য ডিজাইন তৈরি করা হয় না।

আরো খবর: বিশ্বের সবথেকে দা’মি জল, লিটার প্রতি দা’ম ক’তো? রহস্যটা কি?

এদের মাইলেজ ঘণ্টার উপরে গণনা করা হয়। জেসিবি যদি ১ ঘন্টা চালু থাকে সেক্ষেত্রে পাঁচ থেকে সাত লিটার ডিজেল খরচ করতে হবে। তবে তার উপরে যদি কোনো কারণে লোড বাড়ানো হয় তবে ১০ লিটার পর্যন্ত ডিজেল খরচ করতে হতে পারে।

জেসিবি যন্ত্রের রক্ষণাবেক্ষণ খরচ কিন্তু প্রচুর। এই মেশিন যে কাজে ব্যবহার করা হয় তাতে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রতি মাসে ১০ থেকে ১২ হাজার টাকা এর রক্ষণাবেক্ষণের পিছনে খরচ করা হয়। তাহলে বুঝতেই পারছেন জেসিবি যেমন দেখতে বড় তেমন তার খরচ খরচাও অনেক বেশি।