সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুনরায় সিঙ্গুর-নন্দীগ্রাম হ’তে দে’ব না! বিমানবন্দরের জমি নিয়ে ব’ড়ো বা’র্তা মমতার

ভাঙড়ে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর বানানোর চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। অথচ সেই বিমানবন্দর বানানোর জন্য প্রয়োজনীয় জমি দিতে রাজি নন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর বানানোর জন্য ভাঙড়ে কোনরকম জমি অধিগ্রহণ হতে দেবেন না তিনি। সোমবার বিকেলে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই আশ্বাস দিলেন।

ভাঙড়ে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর বানানোর চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। অথচ সেই বিমানবন্দর বানানোর জন্য প্রয়োজনীয় জমি দিতে রাজি নন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর বানানোর জন্য ভাঙড়ে কোনরকম জমি অধিগ্রহণ হতে দেবেন না তিনি।

সোমবার বিকেলে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই আশ্বাস দিলেন। মুখ্যমন্ত্রীর সাফ দাবি, সিঙ্গুর এবং নন্দীগ্রামে জমি অধিগ্রহণ নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা তিনি ভাঙড়ে হতে দেবেন না। কেন্দ্রীয় অসমামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য শিণ্ডে গত রবিবার এই মর্মে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।

তার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দর তৈরি করার জন্য প্রয়োজনীয় জমি দিতে রাজি হচ্ছেন না। এই প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়ে মুখ্যমন্ত্রী জবাব দিয়েছেন, দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর তৈরি করার জন্য হাজার একর জমি প্রয়োজন হবে। তার জন্য অসংখ্য বাড়িঘর এবং বসতি ভেঙে ফেলতে হবে। তেমনটা করা সম্ভব নয়।

আরো পড়ুন: LIC-র নতুন ধামকাদার স্কি’ম, একবার প্রিমিয়াম দিলেই মা’সে মা’সে মিলবে টা’কা

মুখ্যমন্ত্রী আরো বলেছেন, কলকাতা বিমানবন্দর ইতিমধ্যেই তৃতীয় রানওয়ে তৈরি করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, মালদহ, বালুরঘাট, অন্ডালে রাজ্য বিমানবন্দর গড়ে দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী আরো বলেছেন রাজ্যে দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর গড়ে উঠুক এমনটা তিনিও চাইছেন। তবে তার জন্য কৃষকের জমি অধিগ্রহণ করতে রাজি নন মুখ্যমন্ত্রী। তিনি উল্টে কেন্দ্রীয় মন্ত্রীকেই জমির ব্যবস্থা করার কথা বলেছেন। এই নিয়ে যেন রাজনীতি না হয়, প্রধানমন্ত্রীর কাছে এমনই আবেদন রেখেছেন তিনি।