সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডাক্তার “মৃ’ত” ঘোষণা করার পরেও জী’বি’ত অবস্থায় ফি’রে এলো কিশোর

আমাদের পৃথিবীতে রোজ কত কি ঘটে চলেছে যার হিসেব মেলানো যায়না। আমাদের বিজ্ঞাপন যতই উন্নত হোক না কেনো কিছু কিছু এমন ঘটনা ঘটে যে আমাদের সকলকে অবাক করে দেয়। ঠিক সেরকমই একটি অলৌকিক কাণ্ড ঘটলো বিদেশের এক হাসপাতালে।

এক বছর ১৬ এর ছেলে রক ক্লাইম্বিং করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর নাম স্যামি বারকো। এই ছেলেটিকে অনেক চিকিৎসা করার পরেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়ে দেন চিকিৎসকরা।

স্যামি আর সারা দিচ্ছে না দেখার ২ -ঘণ্টা পর হাসপাতালের কর্মীরা পরিবারের কাছে স্যামির মৃত্যুর খবর দেয়। স্যামির মা জেনিফার বারকো ছেলের লাশ দেখতে তার স্বামীকে পাঠায় সেখানে তাঁর স্বামী গিয়ে লক্ষ্য করেন যে স্যামি নড়াচড়া করছে।

তিনি সেটা দেখা মাত্রই সঙ্গে সঙ্গে জানান চিকিৎসকদের। এই অবস্থা দেখে চমকে যান চিকিৎসারাও। তারা তখন বলেন, তারা এর আগে কখনও এমন কিছু দেখেনি। কারণ তারা তাঁকে মৃত ঘোষণা করার যথেষ্ট কারণ ছিল।

আরো খবর: গ্যাং’স্টা’র আতিকের মৃ’ত্যু’র প্র’তি’শো’ধ নেওয়ার হু’ম’কি দিলো জ’ঙ্গি সংগঠন আল-কায়দা

ওখানের চিকিৎসকরা এমন দৃশ্য দেখার পর বলেন, স্যামির হৃদস্পন্দন দেখার যে অনুভূতি তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা স্তব্ধ হয়ে গেয়েছিলাম। ছেলেটির মস্তিষ্কে কমপক্ষে পাঁচ মিনিটের জন্য অক্সিজেন প্রবেশ করতে পারেনি যার ফলে স্বল্পমেয়াদী স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে।

মূলত স্যামি পাথরের প্রাচীর থেকে নামতে গিয়ে মেরুদণ্ডে আঘাত পায়। ডাক্তাররা বলেন, আমাদের কাছে স্যামি একটি অলৌকিক ঘটনা।

জেনিফার জানান, স্যামির ঘটনাটি সম্ভবত ক্যাটেকোলামিনার্জিক পলিমরফিক ভেন্ট্রিকুলার টাকাইকার্ডিয়া ছিল। এটি একটি বিরল জেনেটিক ব্যাধি, যা ২০২০ সালে তাদের ছোট ছেলে ফ্র্যাঙ্কির জীবন কেড়ে নেয়।