সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জনসাধারণের মুখে হাসি ফু’ট’তে পারে! ক’র ছা’ড়ে’র ভা’ব’না মোদি সরকারের

গত দু’বছর করোণা অতিমারি বিপর্যস্ত করে দিয়েছিল দেশের অর্থনীতিকে।যদিও ধীরে ধীরে ছন্দে ফিরেছে দেশ। মাস্ক স্যানিটাইজার এবং পারস্পরিক দূরত্বের প্রভাব এখন অনেকটাই কেটে গিয়েছে। কিন্তু ভাইরাসের ক্ষতিকারক প্রভাব এখনো কিছু ছাড়েনি ভারতের। লকডাউনের সময় ভারতের অর্থনীতিতে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছিল দ্রব্যমূল্য বৃদ্ধি। আবার বিভিন্ন সংস্থা শুরু করে তাদের ছাটাই পর্ব।

শুধু ভারত নয় বিশ্বব্যাপী আর্থিক মন্দায় ভুগেছিলেন সকলে। অনেক প্রচেষ্টা করেও মূল্যবৃদ্ধি আনা যায়নি নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাজেটে কি হতে চলেছে সেই দিকে অপেক্ষা করে আছেন দেশের মানুষ। মনে করা হচ্ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জন্য আয় বাড়ানোর কিছু পন্থা জানানো হবে এবারের বাজেটে। তাই নয় করের উপরেও ছাড় হতে পারে অনেকটা।

বিশেষ করে ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে ডিসপোসেবল ইনকাম বাড়ানোর কথা চিন্তা করছে কেন্দ্র এমনটাই মনে করা হচ্ছে। এর ফলে মানুষের হাতে আসবে অতিরিক্ত টাকা।। পন্য ও পরিষেবার চাহিদা ও বেড়ে যাবে উত্তরোত্তর।

আরো খবর: তাঁর উপদেশ আমার কাছে আদেশ, অমর্ত্য সেনের ম’ন্ত’ব্য নিয়ে ব’ড়ো প্র’তি’ক্রি’য়া মুখ্যমন্ত্রীর

কিন্তু কি এই ডিসপসেবল ইনকাম! বিভিন্ন কর ছাড় দিয়ে কোন নাগরিকের কাছে যে টাকা থাকে সেটাই হল এই ইনকাম বা নীট ইনকাম। বেসিক যেসব কর সেই সীমা বাড়িয়ে মানুষের দৈনন্দিন আয় বাড়ানোর পথে হাঁটছে কেন্দ্র। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।

পুরনো ও নতুন কর ব্যবস্থার আওতায় বেসিক কর সারের পরিসীমা হল ২.৫ লক্ষ টাকা বছরে। নতুন কর ব্যবস্থা কার্যকর করা ছাড়াও আয়কর স্ল্যাবে পরিবর্তন আনা হতে পারে বলেও মনে করছে বিশেষজ্ঞ মহল।