সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেনো জলদস্যুদের এক চো’খ সবসময় বাঁ’ধা থাকে কা’লো কাপড়ে? কারণ জা’ন’লে অ’বা’ক হতে হবে

জলদস্যুদের নিয়ে এ পর্যন্ত বহু সিনেমা, গল্প বা কার্টুন দেখেছেন দর্শকরা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখানো হয়েছে এই সমস্ত জলদস্যুদের চোখে কালো কাপড় বাঁধা থাকে। জলদস্যুদের চোখে এমন কালো কাপড় বেঁধে রাখার কারণ সম্পর্কে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে মনে? এর পেছনে কিন্তু রয়েছে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা। সমুদ্রের জলদস্যুদের চোখে কালো কাপড় কেন বাঁধা হয়?

আরো পড়ুন: আগামীকাল অর্ধ দিবস ছু’টি ঘো’ষ’ণা মমতার, জানুন কারণ

আসলে জলদস্যুদের মাসের পর মাস ধরে জাহাজের উপর ভেসে থাকতে হয়। বলতে গেলে বছরের বেশিরভাগ সময়টাই তাদের জলে কাটাতে হয়। এমতাবস্থায় জাহাজের উপরিভাগে সূর্যালোক এসে পৌঁছালেও জাহাজের অন্দরে অর্থাৎ ভিতরের ডেকে সাধারণত আলোর ব্যবস্থা থাকে না। কাজেই আচমকা বিশেষ প্রয়োজনে জাহাজের উপর থেকে নেমে এসে ডেকের ভিতরে কোনো কাজ করতে হলে জাহাজের ভিতরের অন্ধকারে তাদের কাজ করতে প্রথমটা অসুবিধা হয়।

আমরা জানি চোখের মনি বেশি আলোকে সংকুচিত থাকে। কম আলোকে প্রসারিত হয়। কাজেই কোনো ব্যক্তি যদি বেশি আলো থেকে কম আলোর জায়গাতে আসেন তাহলে প্রথমে তার চোখের মনি সম্প্রসারিত হলে তবেই তিনি অন্ধকারের জিনিস দেখতে পাবেন। এমতাবস্থায় জলদস্যুদের চোখে যে ব্যান্ডেজ বাঁধা থাকে তার প্রভাবে তারা জাহাজের ডেকের অন্ধকারের মধ্যে সহজেই সবই স্পষ্ট দেখতে পান।

আরো পড়ুন: মুসলিমদের যা সম্পর্ক আমার স’ঙ্গে, আমারও সেই স’ম্প’র্ক তাদের স’ঙ্গে: যোগী আদিত্যনাথ

অন্ধকারে কাজ করতে হলে প্রথমেই চোখের ব্যান্ডেজ খুলে দিতে হবে। এতে অন্ধকার ঘরের সব জিনিস পরিষ্কার দেখা যায়। কারণ ব্যান্ডেজ বাঁধা থাকার ফলে চোখ যেহেতু আগে থেকেই অন্ধকারে ছিল, তাই অন্ধকারের জিনিস দেখতে বেশি বেগ পেতে হয়না। তারা অন্ধকারেও খুব সহজেই জিনিস দেখতে পারেন। তাই জলদস্যুদের মধ্যে চোখ বেঁধে রাখার নিয়মটি বেশ পুরনো। শত্রুদের সঙ্গে লড়াই করতে কিংবা হঠাৎ প্রয়োজনে আলো-অন্ধকারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে তাদের চোখ বেঁধে রাখতে হয়।