সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পোস্ট অফিসে আধারের সা’থে মোবাইল নম্বর যু’ক্ত করলে গ্রাহককে কি’ন’তে হ’বে গঙ্গাজল!

হুগলি জেলার পোলবা-দাদপুর ব্লকের গোস্বামী-মালিপাড়া গ্রামে স্থানীয় ডাকঘরে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্তিকরণ চলছে। প্রতি সংযুক্তিকরণ পিছু ডাকঘরকে দিতে হচ্ছে ৫০ টাকা। শুধু তাই নয়, বাসিন্দাদের একাংশ অভিযোগ করেন, এর সঙ্গে ৩০ টাকা দিয়ে ২৫০ মিলিলিটার গঙ্গাজলের বোতল কিনতে বাধ্য করা হচ্ছে গ্রামবাসীকে। গঙ্গাজলের জন্য কোনও রসিদও দেওয়া হচ্ছে না। পোস্টমাস্টার অসীম চক্রবর্তীকে এ নিয়ে প্রশ্ন করা হলে এক যুবকের আধার কার্ড আটকে রাখা হয়।

এ কথা জানতে পেরে সোমবার তৃণমূল নেতা-কর্মীরা ডাকঘরের সামনে আন্দোলন শুরু করেন। পোস্টমাস্টার জানান, ‘‘ওই যুবক নিজেই আধার কার্ড রেখে দিয়ে গিয়েছেন। দফতর থেকে বিক্রির জন্য গঙ্গাজল পাঠানো হয়েছে। আমরা সকলকে ওই জল নিতে অনুরোধ করছি। কাউকে বাধ্য করা হচ্ছে না। তবে তার জন্য কোনও রসিদ দেওয়া হচ্ছে না।’’

যদিও গ্রাহকদের সঙ্গে কথোপকথনের পোস্টমাস্টারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তার সত্যতা এখনও যাচাই হয় নি। ভিডিওতে পোস্টমাস্টারকে এক গ্রাহকের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে, ‘‘৩০ টাকা না দিলে আধার কার্ড দেব না। এই গঙ্গাজল নিতেই হবে। তুমি যা পারবে করে নাও।’’ গ্রাহক বার বার রসিদ দেওয়ার অনুরোধ করলেও তাকে তা দেওয়া হয়নি।