সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একসঙ্গে জা’লে উ’ঠ’লো ১৮ টি ভোলা মাছ, ভা’গ্য খু’লে গেল মৎস্যজীবীদের!

আমরা তো অনেকবারই শুনে থাকি সুন্দরবনের জেলে দের জালে উঠেছে বিশাল ওজনের ভোলা মাছ, যার বাজার মূল্য অনেক। সেখানে মাছের সংখ্যা একটার বেশি থাকে না। কিন্তু এবার ১ টা নয় ২ টা নয়। একেবারে ১৮ টি তেলিয়া ভোলা মাছ।

এটা এবার উঠেছে হুগলির মতসজীবীর জালে। এক কথায় যাকে বলে ভাগ্য ফিরে যাওয়া লটারি জেতার মতো অনেকটা। ডায়মন্ড হারবারের মাছের আরতে মাছগুলোকে নিলামের জন্য নিয়ে আসা হয়েছে।

স্বাভাবিক ভাবেই দারুণ মুনাফা অর্জন করেছে মৎস্যজীবী। এই মাছের বাজার মূল্য এত বেশী হওয়ার কারণ একটাই , এই মাছের পটকা দিয়ে জীবনদায়ী ওষুধ তৈরী করা হয়।

আরো পড়ুন: বিশ্বকাপের ফুটবলারদের সঙ্গিনীদের তৈ’রি হ’লো ১০ হাজার কো’টির ক্রুজ, কি কি আ’ছে?

চিকিতসা বিজ্ঞানে এই মাছের পটকা খুবই গুরুত্বপূর্ণ দ্রব্য। তাই এই মাছের বাজার মূল্য এতটা বেশী। তাই কোনো জেলের জালে যদি এই মাছ ধরা দেয় তাহলে সেই জেলের ভাগ্য ফিরে যায়।