সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

LIC: এই জনপ্রিয় সরকারি পলিসি একবারে ব’ন্ধ হ’য়ে যাচ্ছে, জানুন বি’শ’দে

ভারতীয় জীবন বীমা নিগম (Life Insurance Corporation of India সংক্ষেপে LIC) ভারতের সবথেকে বড় বীমা ও বিনিয়োগকারী সংস্থা। এটি সম্পূর্ণ ভারত সরকার-এর অধীনস্থ ছিল,কিন্তু গত বছর IPO- র মাধ্যমে কিছুটা শেয়ার বিক্রি করা হয়েছে।

সম্প্রতি বন্ধ করে দেওয়া হবে LIC র একটি প্রকল্প – ভাইয়া বন্দনা যোজনা। এটি গ্রাহকদের জন্য একটি লাভজনক প্রকল্প ছিল যা বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল। ৩১ মার্চ পর্যন্ত এই প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে।

সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় এতে। ১০ বছর পর্যন্ত এই প্রকল্পে বিনিয়োগ করলে ,সময়সীমা শেষ হওয়ার পর পুরো টাকাই ফেরত পাবেন বিনিয়োগকারী।

আরো খবর: লোকাল ট্রেনের যাত্রীদের আ’রো কতদিন ভু’গ’তে হবে? পরিষেবা ক’বে থেকে ঠিক হ’বে?

প্রসঙ্গত,ভারতীয় জীবন বীমা নিগম ভারত সরকারের খরচের প্রায় ২৪.৬% পুঁজির যোগান দেয়। বর্তমানে এই সংস্থার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৩.২৫ ট্রিলিয়ন টাকা।

ভারতের তথকালীন রাষ্ট্রপতি ১৮ জুন ১৯৫৬তে স্বীকৃতি প্রদান করেন এবং ১ সেপ্টেম্বর ১৯৫৬ তে ভারতীয় জীবন বীমা নিগমের কাজকর্ম আরম্ভ হয়।