Home টাকাপয়সা LIC-র নতুন ধামকাদার স্কি’ম, একবার প্রিমিয়াম দিলেই মা’সে মা’সে মিলবে টা’কা

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

LIC-র নতুন ধামকাদার স্কি’ম, একবার প্রিমিয়াম দিলেই মা’সে মা’সে মিলবে টা’কা

মানুষ সারাজীবন অক্লান্ত পরিশ্রম করেন যাতে অবসরজীবনটা ভালোভাবে কাটাতে পারেন। কারণ সঠিক পরিকল্পনা ছাড়া অবসরজীবন কাটানো সত্যিই ভীষণ মুশকিল। যেহেতু অবসরজীবনে হাতে সেভাবে কোনো কাজ থাকে না, তাই সঠিক রোজগার ছাড়াই এই সময়টা আপনাকে একটা জটিল পরিস্থিতির মধ্যে কাটাতে হয়। তাই মানুষ এই সময়ে অত্যন্ত ভরসা করে পেনশন বা বার্ধক্য ভাতার ওপর। অবসরজীবনের জন্য সঠিক পরিকল্পনা থাকা প্রয়োজন।

মানুষ সারাজীবন অক্লান্ত পরিশ্রম করেন যাতে অবসরজীবনটা ভালোভাবে কাটাতে পারেন। কারণ সঠিক পরিকল্পনা ছাড়া অবসরজীবন কাটানো সত্যিই ভীষণ মুশকিল। যেহেতু অবসরজীবনে হাতে সেভাবে কোনো কাজ থাকে না, তাই সঠিক রোজগার ছাড়াই এই সময়টা আপনাকে একটা জটিল পরিস্থিতির মধ্যে কাটাতে হয়। তাই মানুষ এই সময়ে অত্যন্ত ভরসা করে পেনশন বা বার্ধক্য ভাতার ওপর। অবসরজীবনের জন্য সঠিক পরিকল্পনা থাকা প্রয়োজন।

আর এই সমস্ত কথা ভেবেই দেশের সর্বোচ্চ বিমা সংস্থা Life Insurance Corporation (LIC) নিয়ে এসেছে এই বিশেষ স্কিম। স্কিমটির নাম LIC Saral Pension Plan। এই স্কিমের মাধ্যমে একবার প্রিমিয়াম দিয়েই আপনি আজীবনের জন্য সুরক্ষিত করতে পারেন পেনশন।

LIC যেহেতু একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, তাই LIC- তে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ। টাকা নষ্ট হওয়ার ভয় এখানে নেই। এটি একটি ”Immediate Annuity Plan।” আর এই প্ল্যানের মাধ্যমে আপনি প্রিমিয়াম জমা দেওয়ার সাথে সাথেই পেনশন পেতে শুরু করবেন।

আরো পড়ুন: Happy Propose Day: কোন বা’র্তা’য় প্রেমিক-প্রেমিকদের ম’ন গলাবেন? জানুন চ’ট’জ’ল’দি

মাসিক, ত্রৈমাসিক, ষাম্মাসিক ও বার্ষিক হারে পেনশন আপনি নিতে পারবেন। এই স্কিমে ন্যূনতম মাসিক পেনশন 1000 টাকা। তিন মাসে 3000 টাকা, ছয় মাসে 6000 টাকা এবং বারো মাসে 12 হাজার টাকা পেনশন পাবেন আপনি।

স্কিম নেওয়ার পদ্ধতিও দু’রকম – সিঙ্গল লাইফ ও জয়েন্ট লাইফ।

•• সিঙ্গল লাইফ – এক্ষেত্রে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পেনশন পাবেন। আপনি মারা গেলে আপনার নমিনিকে বেস প্রিমিয়াম ফেরত দেওয়া হবে।

•• জয়েন্ট লাইফ – এক্ষেত্রে আপনি এবং আপনার পার্টনার দুজনেই পেনশন পাবেন। আপনি মারা গেলে আপনার পার্টনারকে কভারেজ প্রদান করা হবে।

এই স্কিম আপনি সর্বনিম্ন 40 বছর থেকে সর্বোচ্চ 80 বছর পর্যন্ত নিতে পারবেন। 10 লাখ টাকার সিঙ্গল প্রিমিয়াম জমা দিলে বার্ষিক 50 হাজার টাকা করে পেনশন পাবেন। আর এছাড়াও আপৎকালীন পরিস্থিতিতে আপনি ঋণও নিতে পারেন।