সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরপ্রদেশে জয় উদযাপন করার মধ্যেই বিজ্ঞদের খোঁ’চা দিলেন প্রধানমন্ত্রী মোদি!

এবার যখন সেমিফাইনালে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি , তাহলে তো ফাইনালেও জয় আবশ্যক বিজেপির। এমন কথা বলেই এবার বিজ্ঞ জনদের খোঁচা দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারণ তিনি যে এবার সেই পথেই হাঁটছেন।

গতকাল ৫ টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে, আর ঠিক তার মধ্যে ৪ টি তে বিজেপি দখল করেছে তাদের জায়গা। সেই কারণেই গতকাল বিজেপির সদর দপ্তর থেকে প্রধানমন্ত্রী বলেন, ২০১৯ সালে যে লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল , সেটার ভাগ্য নাকি অনেক আগের থেকেই নির্ধারিত ছিল ।

কারণ ২০১৭ সালে বিজেপি উত্তরপ্রদেশে ব্যাপক আসন নিয়ে জয়লাভ করেছিল।এমনটাই বিজ্ঞজনের দাবি। এবার তাদের কথা মতোই যদি চলতে হয়, তাহলে বোঝাই যাচ্ছে ভবিষ্যৎ বাণী তারা ইতিমধ্যেই করে ফেলেছে। কারণ তাদের মতে যখন ২০২২ সালে উত্তরপ্রদেশে বিজেপি ব্যাপক হারে জয়লাভ করল, তাহলে আগামী ২০২৪ সালের ফল চূড়ান্ত হয়েই গেছে।

আরো পড়ুন: ভোট যেতেই নি’ত্য প্রয়োজনীয় জিনিসের দা’ম বা’ড়া’র আ’শ’ঙ্কা! কি বললেন প্রধানমন্ত্রী?

তিনি সেখানে দাঁড়িয়ে বলেছেন, এটি গণতন্ত্রের উৎসব। আমরা রাজনৈতিক ইতিহাস লক্ষ্য করলে দেখতে পারব যে, উত্তরপ্রদেশ থেকে ভারত অনেক প্রধানমন্ত্রী পেয়েছে। তবে ৩৭ বছরের ইতিহাসে এটি একেবারেই প্রথম যে পরপর একই মুখ্যমন্ত্রী টানা দুবার নির্বাচিত হল।

তাই আমি বলতে চাই বিজ্ঞদের পুরোনো ধ্যানধারণা এবার ঝেড়ে ফেলে দিন। কারণ আমাদের এটা সত্যি ভাবতেই খারাপ লাগে, উত্তরপ্রদেশের মানুষকে তারা জাতপাতের বিচারে দেখে থাকে।সেটা উত্তরপ্রদেশের অপমান।তবে মানুষের ধারণা বদলেছে, ২০১৪ থেকে মানুষ উন্নয়নের পথেই হেঁটেছেন।তার পক্ষেই ভোট দিয়েছেন।