সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভোট যেতেই নি’ত্য প্রয়োজনীয় জিনিসের দা’ম বা’ড়া’র আ’শ’ঙ্কা! কি বললেন প্রধানমন্ত্রী?

৫ টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হ এ গেছে ইতিমধ্যেই। যেখানে ৪ টি রাজ্যে ভালো ফল করেছে বিজেপি। কেবলমাত্র পাঞ্জাবে আম আদমি পার্টি নিজেদের কাছে কোনো দলকেই ঘেঁষতে দেয় নি। সেই রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রথম ক্ষমতায় এসেছে।

তবে ভোটের পরে কি রাজ্যের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে চলেছে? এটি নিয়ে আশঙ্কা থাকলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয় নিয়ে কিছুটা আভাস দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ভোটের ফল প্রকাশ হওয়ার পরে , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির কেন্দ্রীয় সদর দপ্তর থেকে জানান, একদিকে করোনা তার ওপরে রাশিয়া ইউক্রেনের সংঘাত এই কারণে পুরো বিশ্বের অর্থনীতির ওপর প্রভাব পরেছে। এমনকি ভারতেও তার পর।রভাব ছড়িয়ে পরেছে।

যদি লক্ষ্য করা যায় বিশ্বের সাপ্লাই চেনের ওপরে দারুন প্রভাব পরেছে। বিশ্বের জোগান ব্যবস্হা ছিন্নভিন্ন হয়ে গেছে। যুদ্ধ যেন সেই ক্ষতি আরো বাড়িয়ে দিয়েছে। তাই এবার ভারত সরকারের তরফ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তে দেশের গরীবদের কথা আগে ভাবা হয়েছে, বিশেষ করে দেখা গেছে , ভারত অনেকটাই ভালো অবস্হায় আছে ।

আরো পড়ুন: ফে’র বিনামূল্যে বালিশ ও কম্বল, যাত্রীদের সুখবর দি’লো রেল

যার কারণেই আমাদের নীতির শিকড় মাটিতে আছে।এটাকে কেন্দ্র করেই নিষ্ঠা ও প্রতিজ্ঞার ভিত্তিতে আমরা এগিয়ে যাব। বিশ্বে যুদ্ধের ফলে দারুন এক প্রভাব পরেছে। যার প্রভাব কিছুটা হলেও ভারতে পরেছে। এদিকে আবার তিনি বলেছেন, ভারত শান্তির পক্ষে।আলোচনা করে সমস্ত সমস্যা দূর করার পক্ষে ভারত।

কিন্তু ইতিমধ্যেই যে দুই দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে , তাদের সাথে ভারতের আর্থিক যোগাযোগ রয়েছে সড়াসড়ি, এরসাথে রয়েছে সুরক্ষা ও শিক্ষার যোগাযোগ। তাহলে দাম বাড়ার বিষয় নিয়ে তিনি বলেন, দুই দেশের সাথেই , ভারতের বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যের আমদানি রপ্তানি রয়েছে।

বিদেশ থেকেই ভোজ্যতেল, পামতেল নিয়ে আসা হয়। যেটার মূল্য হুহু করে বৃদ্ধি পাচ্ছে।কয়লা, গ্যাস, জ্বালানি তেল সব কিছুর দাম বিশ্ববাজারে এখন অনেকটাই অধিক। আর সেই কারণেই ভারতের বাজারেও ঠিক একই অবস্হা।যুদ্ধের কারণে হচ্ছে মুদ্রাস্ফীতি। সেটা সারা বিশ্ব জুড়ে লক্ষ্য করা যাচ্ছে।