সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশে প্রবল ঘা’ট’তি, এই প্রথম কয়লা আমদানি ক’র’তে চলেছে কোল ইন্ডিয়া

বর্তমানে বিপুল কয়লা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। কয়লার ঘাটতির কারণে সারাদেশে বিদ্যুতের ঘাটতি দেখা দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ভারতীয় রেল একাধিক ট্রেন বাতিল করেছে।

বিশ্বের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া এই মুহূর্তে ধুঁকছে। 2015 সালের পর প্রথমবার কয়লা আমদানি করতে চলেছে কোল ইন্ডিয়া। বর্তমানে বেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ।

2015 সালে কোল ইন্ডিয়া প্রথমবার কয়লা আমদানি করেছিল। বর্তমানে আগাম আশঙ্কা করে আবার আমদানি করার কথা ভেবেছে সংস্থা। এপ্রিল মাসে সারা দেশে বিপুল কয়লা সংকট দেখা দিয়েছে।

তাই আর দেরি না করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে কোল ইন্ডিয়া কয়লা আমদানি করবে এবং সেটা ব্লেন্ড করে থার্মাল প্লান্টে সাপ্লাই দেবে।

আরো পড়ুন: রাস্তায় গিজগিজ করছে মাছ! বালতি-ব্যাগ নিয়ে হা’জি’র জ’ন’তা, ভাইরাল ভিডিও

এই থার্মাল প্লান্টগুলো বিভিন্ন রাজ্যে অধীনস্থ অথবা বিভিন্ন স্বাধীন পাওয়ার প্রডিউসার হিসেবে কাজ করে। কেন্দ্রীয় মন্ত্রীদের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোল ইন্ডিয়া জানিয়েছে বিভিন্ন ফেডারেল এবং তাপ বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে জড়িত প্রত্যেক অফিশিয়ালকে এই মর্মে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সংস্থার সেক্রেটারি এবং চেয়ারম্যানের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে।

দেশে বিগত কয়েক মাসে বিপুল কয়লা সংকটের সৃষ্টি হয়েছে। যে কারণে লোডশেডিং ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে কয়লা আমদানির পথে হাঁটা ছাড়া গতি নেই। কোল ইন্ডিয়ার এই সিদ্ধান্তে দেশের কয়লা সংকট মেটে কিনা সেটাই এখন দেখার।