সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা’ম’লা করে চাকরি আ’দা’য় করা ববিতার উপরেই এবার মা’ম’লা’র খা’ড়া ঝুলছে!

কলকাতা হাইকোর্টের নির্দেশে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর স্কুল শিক্ষকতার চাকরি কেড়ে নিয়ে দেওয়া হয়েছিল ববিতা সরকারকে । এবার তাঁর আবেদনের বৈধতা নিয়েই বিস্তর প্রশ্ন উঠে গেল। কোচবিহারের মেখলিগঞ্জের একটি স্কুলে উচ্চমাধ্যমিক স্তরে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা পদে নিযুক্ত হয়েছিলেন ববিতা সরকার।

অভিযোগ ছিল, স্কুল সার্ভিস কমিশনের (‌এসএসসি)‌ কাছে আবেদনের সময়ই নিজের স্নাতকস্তরের নম্বর বাড়িয়ে দেখিয়েছেন ববিতা সরকার। ফলে বাড়তি নম্বরের সুবিধায় র‌্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে গিয়ে চাকরি পেয়েছেন ববিতা।

শিলিগুড়ির তরুণী অনামিকা রায় ববিতার বিরুদ্ধে আইনের লড়াইয়ে নামতে আইনজীবীর সঙ্গে পরামর্শ শুরু করেছেন। শিক্ষা পর্ষদের ভুলে ২ নম্বর বেশি পেয়ে যাওয়ায় একেবারে আট ধাপ লাফিয়ে শিক্ষক নিয়োগ র‍্যাংকে ২০ নম্বরে উঠে এসেছিলেন ববিতা। একধাপ পিছিয়ে ২১ নম্বরে চলে যান অনামিকা।

আরো খবর: আজ নতুন বছরের প্রথম দিন, কেমন কা’ট’বে দিনটি দেখুন, রইলো রাশিফল (01.01.2023)

এই ভুলের কথা প্রকাশ্যে আসতেই এবার নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে ববিতার চাকরি নিয়ে। ববিতাকে ভুল করে ২ নম্বর অ্যাকাডেমিক স্কোরে বেশি দেওয়া হয়েছে। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে ববিতার র‍্যাংক নিয়ে।