সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রধানমন্ত্রী আবাস যো’জ’না নিয়ে ব’ড়ো খবর, আ’ট’কে থাকা কাজের দ্রু’ত নি’ষ্প’ত্তি, জানুন বিস্তারিত

প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষেরা মাথা গোঁজার জন্য আশ্রয় পান। কেন্দ্রীয় সরকারের সহায়তায় পাকা বাড়িতে থাকার সুযোগ পান। কেন্দ্রের এই যোজনার আওতায় ইতিমধ্যেই দু কোটি 95 লাখ পাকা বাড়ি প্রস্তুত করার লক্ষ নির্ধারণ করা হয়েছে। 2021 সালের নভেম্বর মাসের মধ্যেই 1 কোটি 65 লক্ষ পাকা বাড়ি তৈরি করা হয়ে গিয়েছে।

অবশিষ্ট পরিবারগুলিকেও যাতে পাকা বাড়ি তৈরি করে দেওয়া যায় তার জন্য প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা 2024 সাল পর্যন্ত চালু রাখার অনুমোদন দেওয়া হল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এতে বহু মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। 2021 সালের মার্চ মাস পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনাতে 1.97 লক্ষ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

এই প্রকল্পকে বাস্তবায়িত করতে কেন্দ্রীয় সরকারের 1 লক্ষ 44 হাজার 162 কোটি টাকা খরচ হয়েছে। অবশিষ্ট ঘর নির্মাণের জন্য সরকারের তরফ থেকে 2 লক্ষ 17 হাজার 257 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। 2024 সালের মধ্যে কেন্দ্রীয় সরকার এই বাড়ি তৈরীর কাজ শেষ করে ফেলতে চায়।

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের খাতে মোট 1 লক্ষ 43 হাজার 782 কোটি টাকা ব্যয় হচ্ছে। যার মধ্যে 18676 কোটি টাকা নাবার্ডকে ঋণের সুদ পরিশোধের জন্য অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। পার্বত্য রাজ্যগুলিতে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে নব্বই ও 10 শতাংশের ভাগাভাগির ভিত্তিতে অর্থ প্রদান করা হচ্ছে। বাকি রাজ্যগুলিতে 60% টাকা কেন্দ্র এবং 40% টাকা রাজ্য সরকার প্রদান করবে। তবে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে 100% টাকা বহন করবে কেন্দ্রীয় সরকার।