সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের ন’তু’ন CDS হলেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান

দেশের পরবর্তী সিডিএস হতে চলেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। সম্প্রতি এই পদের জন্য তার নাম প্রস্তাব করা হয়েছে। দেশের প্রতিরক্ষা স্টাফদের প্রধান হিসেবে তিনি এই পদ পাবেন বলে জানা যাচ্ছে। বুধবার থেকে বিজ্ঞপ্তিতে এই অবসরপ্রাপ্ত সেনা কর্মীর নাম নেওয়া হয়েছে। অনিল চৌহান এর দায়িত্বে কেন্দ্রীয় সচিব পর্যায়ের কাজ এবং সেনাস্তরীয় কাজ থাকবে।

প্রতিরক্ষা মন্ত্রকে তরফ থেকে জানানো হয়েছে যে এর আগে সেনাপ্রধান এবং সিডিএস বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়। ডিসেম্বরের সেই ঘটনার পর ২০২২ সালের সেপ্টেম্বর মাসে নতুন সিডিএস পেতে চলেছে ভারত। এই পদের জন্য ভারতে যোগ্য ব্যক্তি কে আছেন সেই নিয়ে অনেক জল্পনা চলছিল। অবশেষে সব জল্পনার অবসান হলো।

ভারতীয় সেনার ১১ গোর্খা রাইফেলসের সদস্য ছিলেন অনিল চৌহান। বহু বছর নর্দান কমান্ডের হয়ে বারমুলা সেক্টরে তিনি কর্মরত ছিলেন। বিগত ৪০ বছরে তিনি কাশ্মীরের পাশাপাশি উত্তরপ্রদেশের অনুপ্রবেশ এর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছেন। 2021 সালে তিনি অবসর নেন। তিনি দেরাদুন ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ছিলেন।

আরো পড়ুন: ব্রহ্মপুত্র নদের উপর রেল ও সড়ক যোগাযোগের জন্য তৈরি হ’বে বি’রা’ট ব্রিজ, অনুমোদন কেন্দ্রের

এছাড়াও ভারতীয় সেনার স্টাফ নিয়োগের ক্ষেত্রে তিনি বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। প্রতিরক্ষার ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত বিষয়ে এখনও অবদান রেখে চলেছেন।