সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২০৩৫ সালে চীনকে ছা’পি’য়ে যা’বে ভারত, হবে ১০ ট্রিলিয়নের অর্থনীতির দেশ!

করোনার কারণে বিশ্ব অর্থনীতির বাজার খুবই মন্দা । কিন্তু এই মন্দা যে ২০২৩ সালেও পিছু ছাড়বে না সেটা মনে করছে বিশেষজ্ঞরা। ২০২৩ সালেও নাকি মন্দার মধ্যে পরতে চলেছে বিশ্ব অর্থনীতি কিন্তু এর মধ্যেও ভারতের জন্য আছে সুখবর। শুনে হয়ত বিশ্বাস হচ্ছে না, কিন্তু ঘটনা সত্যি।

বিশেষগরা মনে করছে ২০৩৫ নাগাদ ভারত ১০ ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হবে। বিশ্বের জিডিপি এখন যা রয়েছে, তার থেকে দ্বিগুণ হয়ে যাবে, যার জন্য কেবলমাত্র দায়ী থাকবে এশিয়ার দেশ। একটা সময় এমন হবে চিনকেও নাকি পিছনে ফেলে দেবে ভারত। এশিয়ার দেশ গুলো দ্রুত বৃদ্ধি পাবে, যার কারণেই তারা বিশ্বের অন্যান্য উন্নত দেশ গুলোর সম পর্যায়ে চলে আসবে।

২০২৩ সালের কথা যদি বলা যায় তাহলে কেন্দ্রীয় ব্যাঙ্ক গুলোকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের আইন নিয়েই চলতে হবে। তবে এর মধ্যেই রয়েছে আশার আলো, আসলে ভারত এর মধ্যেও উন্নতির শিখরে এগিয়ে যাবে। এখন বর্তমানে ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ।

আরো খবর: ক’রো’না’র জন্য কতটা তৈ’রি দেশের হাসপাতাল গু’লো? হাসপাতালে হ’বে মক ড্রিল

কিছুদিন আগেই ভারত ইউকে কে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে। তবে ২০৩২ সালেই নাকি ভারত তৃতীয় স্থানে উঠে আসবে। তবে ১০ ট্রিলিয়ন অর্থনীতিতে পৌছানোর জন্য ভারতকে অবশ্যই কয়েকটি গুরুত্ব পূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এই বিষয় নিয়ে আই এম এফের প্রধান অর্থনীতিবিদ পিয়েরে অলিভিয়ার গৌরিঞ্চাস জানিয়েছে, ভারতকে শিক্ষা , স্বাস্থ্যে বিনিয়োগ বাড়াতে হবে, যেটা ভারতকে ১০ ট্রিলিয়ন অর্থনীতিতে নিয়ে যাওয়ার জন্য দারুণ ভাবে সাহায্য করবে।

তবে তিনি আরও বলেন, যার ভিত্তিতে ভারত তার লক্ষ্যে এগিয়ে যাবে, সেগুলো হল ইমারত, রাস্তাঘাটের সাথে সাথে মানব সম্পদে বিনিয়োগ।