সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না’র জন্য কতটা তৈ’রি দেশের হাসপাতাল গু’লো? হাসপাতালে হ’বে মক ড্রিল

করোনা মোকাবেলায় ভারত কতটা প্রস্তুত? সেই নিয়ে ইতিমধ্যেই চর্চা চলছে। আজ মঙ্গলবার ভারতের বিভিন্ন রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলের হাসপাতাল গুলোতে চলছে মক ড্রিল। সেখানেই দেখা হবে দেশের হাসপাতাল গুলো কতটা করোনা মোকাবেলা করার জন্য প্রস্তুত?

আজ দিল্লিতে মক ড্রিল খতিয়ে দেখার জন্যই স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডাবিয়া হাসপাতালে যাবেন। আমরা সবাই জানি চিনের করোনা পরিস্থিতির কথা। চিনে ফের করোনা এক ভয়ংকর রুপে ফিরে এসেছে। যার জন্যই আবার সারা বিশ্ব চিন্তার মুখে। আগের ভুল গুলো থেকে শিক্ষা নিয়ে ভারত কোনো রকম ভুল ত্রুটি করতে চাইছে না।

তাই সব ধরনের প্রস্তুতি সেড়ে রাখতে চাইছে এখনই। আমরা করোনার সেকেন্ড ওয়েভের সময় দেখেছি মানুষ কিভাবে অক্সিজেনের অভাবে ধীরে ধীরে মৃত্যুর মুখে চলে গেছে। তাই করোনা মোকাবেলা করতে যে সব ধরনের প্রাথমিক জিনিস গুলো দরকার তার মধ্যে আইসোলেশনে বেডের ব্যবস্থা আছে কিনা, অক্সিজেনের প্রাপ্যতা কেমন, অক্সিজেন সহ বেডের সংখ্যা কত?

আরো খবর: ৩০ ডিসেম্বর বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, দেবেন বছর শে’ষে ব’ড়ো উপহার

এমনকি কতজন স্বাস্থ্য কর্মী রয়েছে? সমস্ত কিছুই খতিয়ে দেখা হবে। তার সাথে করোনা চিকিৎসার পরিকাঠামো আছে কিনা জেলায় জেলায় সেই সব, সাথে ওষুধের জোগান, এম্বুলেন্স, ইমার্জেন্সি পরিস্থিতির মধ্যে সমস্ত ব্যবস্থাপনা কেমন রয়েছে সব কিছুই খতিয়ে দেখাহবে ও রিপোর্ট দেওয়া হবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে।

ভারতে যদি সংক্রমণ বৃদ্ধি পেলেও মানুষের ওপরে স্বাস্থ্য ব্যবস্থার ওপরে চাপের সৃষ্টি না হয় সেই সমস্ত দিক ক্ষতিয়ে দেখাটাই মক ড্রিলের মূল উদ্দেশ্য।