সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অক্ষয় তৃতীয়ার আ’গে দাম কিছুটা ক’ম’লো সোনা-রুপার, জেনে নিন বাজারদর

অক্ষয় তৃতীয়া বাঙালির জন্য আরো এক শুভ দিন, সোনা কেনার দিন, সাধারণত পয়লা বৈশাখের পর এই বিশেষ দিনটিতেই সোনা কিনে থাকেন বাঙালিরা। আর সেই অক্ষয় তৃতীয়াই সুখবর বয়ে আনল, সাধারণ মানুষের জন্য সামান্য কমল এদিন সোনা রুপোর দাম। আসুন জানা যাক সবিস্তারে।

কলকাতার বাজারে সোনা রুপোর দাম ঠিক কতটা? গত শুক্রবার ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়ে ছিল ৫২ হাজার ৬০০ টাকা শনিবারই সেই দাম হয় ৫২ হাজার ৫৫০ টাকা। তবে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৯ হাজার ৯০০ টাকা কিন্তু গত শনিবার এই দাম এসে দাঁড়ায় ৪৯ হাজার ৮৫০ টাকা।

হলমার্ক যুক্ত ২২ ক্যারেট সোনার অলংকারের দাম ছিল ৫০ হাজার ৬৫০ টাকা, কিন্তু শনিবারই সে দাম কমে দাঁড়ায় ৫০ হাজার ৬০০ টাকা। তার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও, প্রতি কেজি রুপোর দাম ছিল ৬৫ হাজার ৩০০ টাকা, শনিবার সেই দামই কমে দাঁড়ায় ৬৪ হাজার ১০০ টাকা।

আরো পড়ুন: অক্ষয় তৃতীয়ার দিন কলসি দা’ন করলে পুণ্য লা’ভ হয়, ফি’রে আ’স’বে সৌভাগ্য

প্রতিনিয়তই উঠানামা করছে সোনা রুপোর দাম যে কারণে মধ্যবিত্তদের কপালেও ভাঁজ ক্রমশই বাড়ছে। সোনার দাম ৫০ হাজার টাকার উপরে থাকায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের। একেই যুদ্ধের আবহ, যে কারণে মধ্যবিত্তদের ছ্যাঁকা লাগছে, কারন বিনিয়োগকারীরা সমস্যায় ভুগছেন।

ফলে সোনার মতো নিরাপদ ক্ষেত্রে বিনিয়োগ করতে চাইছেন তাঁরা, আর সেই কারনেই এই সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কারন সওনায় ঝুঁকির পরিমাণ অত্যন্ত কম, যে কারণে লগ্নিকারী তাতেই বিনিয়োগ করতে পছন্দ করছেন।

তার জেরেই সমস্যায় পড়ে সাধারণ মধ্যবিত্তদের কারণ তাদের একমাত্র ভরসা এই সোনা, সোনার দাম রেকর্ড গড়লে মধ্যবিত্তদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে সোনা কেনা।