প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকেই ডিজিটাল লেনদেনের উপর গুরুত্ব আরোপ করেছেন। হাতে হাতে নয় বরং মোবাইলের মাধ্যমে লেনদেন করার কথা বলেন মোদী। লেনদেনের এক অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ক্রেডিট এবং ডেবিট কার্ড।
নির্ভরযোগ্য উপায়ে এই দুটি কার্ড ব্যবহার করে লেনদেন করা যায়। এবার ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য এক দারুন সুখবর। আপনার ক্রেডিট কার্ডে বিল সময়মতো পরিশোধ করতে পারছেন না আপনি? আর এর ফলে আপনাকে নানান রকম ভোগান্তির শিকার হতে হচ্ছে!
আর চিন্তা করার কোন কারণ নেই। এবার আপনাদের জন্য এত দারুন সুখবর নিয়ে এসেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন সংশোধিত আইন অনুযায়ী তিনদিনের মধ্যে বিল পরিশোধ করলে ব্যাংকে আর কোনরকম জরিমানা দিতে হবে না।
আরো খবর: মোকার আগেই বাতাসের জলীয় বাষ্প সব শু’ষে নিচ্ছে, তী’ব্র তাপ’প্র’বা’হে নাজেহাল বঙ্গবাসীর
শুধু তাই নয় সিবিল স্কোর কমবে না। তবে তিনদিন পর বিল পরিশোধ না করলে তার জন্য কিন্তু আপনাকে গুনতে হবে জরিমানা।
যারা ক্রেডিট কিংবা ডেবিট কার্ড ব্যবহার করেন এগুলি তাদের জেনে রাখা অত্যন্ত আবশ্যকীয়। আপনি কি এখনো পর্যন্ত জমা দিতে পারেননি বিল? তিন দিন পাচ্ছেন হাতে সময়। দেরি না করে আজই দিয়ে আসুন বিল জমা।