সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩০ ডিসেম্বর বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, দেবেন বছর শে’ষে ব’ড়ো উপহার

ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে যে হাওড়া থেকে এন জেপি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চলবে, আর তার ট্রায়াল রান ইতিমধ্যে প্রায় শেষের দিকে। যেমন অনুমান করা হয়েছিল ঠিক সেইভাবেই কাজ হয়েছে বলে জানা গেছে পূর্ব রেলের পক্ষ থেকে। আর এই বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবে প্রধানমন্ত্রী , যার দিন ঠিক করা হয়েছে ৩০ ডিসেম্বর।

বাংলার মাটিতে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন শুরু হতে চএলছে, যে ট্রেন দেশের সব থেকে দ্রুতগামী ট্রেন। এবার সেই এক্সপ্রেস ট্রেনের পতাকা উন্মোচন করবে প্রধানমন্ত্রী। শেষ মূহূর্তের পরিস্থিতি প্রায় শেষ, কোনো ধরনের ত্রুটি রাখতে চাইছে না পূর্ব রেল।

প্রধানমন্ত্রী আসার আগে সমস্ত কিছু কাজ সেড়ে নিতে চাইছে তারা। বিশেষ করে সিকিউরিটির দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানায় আধুনিকতম যাত্রী সুবিধা সহ এই বন্দে ভারত এক্সপ্রেস উভয় দিকে ছুটতে সময় নেবে মাত্র ৭.৫ ঘন্টা।

আরো খবর: শীঘ্রই চতুর্থ টি’কা দেওয়ার ব্যবস্থা করুন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে বললেন বিশেষজ্ঞ চিকিৎসকরা

যেখানে অন্যান্য ট্রেন এই পথ অতিক্রম করতে ১২ ঘন্টা সময় নেয়।ট্রেনের সময় সূচী ইতিমধ্যেই প্রকাশ করে দেওয়া হয়েছে, হাওড়া থেকে ট্রেন রওনা হবে সকাল ৬ টায় আর সেটাই এন জি পি তে এসে পৌঁছাবে দুপুর ১.৩০ মিনিটে।

আবার এন যে পি থেকে এই ট্রেন রওনা দেবে দুপুর ২.৩০ টায়, যেটা হাওড়া তে পৌঁছাবে রাত ১০ টায়। সপ্তাহে ৬ দিন এই ট্রেন চালানো হবে। মনে করা হচ্ছে এই ট্রেনের চলাচল উত্তরবঙ্গের সাথে দক্ষিনবঙ্গকে খুব কম সময়ের মধ্যেই জুড়ে দেবে।।