Home অফবিট কি শ’খ মাইরি! ১১ লক্ষ টা’কা’র বি’নি’ম’য়ে মানুষ থেকে কুকুর হলেন যুবক

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কি শ’খ মাইরি! ১১ লক্ষ টা’কা’র বি’নি’ম’য়ে মানুষ থেকে কুকুর হলেন যুবক

শখ পূরণে মানুষ কত কিই না করে, কেউ শরীরে ট্যাটু করান, কেউ চুলে কালার করান, কেউ বা আবার সুন্দর হতে সার্জারিও করান৷ অনেকে আবার লিঙ্গ পরিবর্তনও করেন৷ তবে তাই বলে শখ পূরণে কুকুর হবেন! কি বলছি বুঝতে পারছেন না? না বোঝারই কথা। জাপানের এক যুবক নিজের শখ পূরণ করতে মানুষ থেকে কুকুর হয়েছেন। তার এই আজব কাণ্ডে হতবাক গোটা নেটপাড়া৷

ব্যাপারটা অদ্ভুত মনে হলেও ঘটনাটি পুরোপুরি সত্যি। ওই যুবক কেন এমন ঘটনা ঘটিয়েছেন এহেন প্রশ্নের উত্তরে জানা গেছে, টাকো নামে ওই জাপানি যুবকের নাকি মানবজীবন ভাল লাগে না।

ছোটবেলা থেকেই কুকুরের প্রতি তাঁর দুর্বার আকর্ষণ। আর সেই পছন্দের প্রাণী অর্থাৎ কুকুরের জীবনই তার বেশি পছন্দের। তাই শেষমেষ সেই শখপূরণ করেই ফেললেন তিনি৷ মানব রূপ বদলে ফেলে হয়ে উঠলেন ‘কুকুর’।

আরো পড়ুন: কতটা চিন্তার হ’তে পা’রে মাঙ্কিপক্স? কতদিন উপসর্গ থাকতে পা’রে? কি বলছেন বিশেষজ্ঞরা?

তবে এক্ষেত্রে তাকে করতে হয়নি রয়েছে কোনো অস্ত্রোপচার। আর সেখানেই তো চমক৷ নিজের রূপ পাল্টাতে একটি পোশাক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন টাকো।

তাঁদের দিয়ে ১১ লক্ষ ৬৩ হাজার টাকা খরচ করে হুবহু কুকুরের মতো একটি কস্টিউম বানিয়ে ফেলন তিনি। তবে তাঁর একটাই শর্ত ছিল, পোশাকটি এমন ভাবে বানাতে হবে যাতে খুব কাছ থেকে ভালো করে দেখলেও কেউ যাতে ধরতে না পারে যে, এটা কোনো কুকুর নয়।

ওই পোশাক সংস্থাই শেষমেষ টাকোর শখ পূরণ করল। এখন কুকুরের এই পোশার পরেই ঘোরাফেরা করেন টাকো৷ লোকেও ভাবে সে বুঝি একটি কুকুর৷ পোষ্যর মতোই দিন কাটে তাঁর৷ টাকোর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ সত্যিই কি নিখুঁত ভাবে পোশাকটি বানানো তাই না!