সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন মাসের শুরুতেই ঝ’ট’কা, রান্নার গ্যা’সে’র দা’ম বা’ড়’লো অনেকটাই, জানুন নতুন দা’ম

নতুন মাসের শুরুতেই আবার মধ্যবিত্তের পকেটে জোর ধাক্কা দিলো কেন্দ্র। সিলিন্ডার প্রতি গ্যাসের দাম আবারও বৃদ্ধি পেল। প্রত্যেক সিলিন্ডার পিছু ২৫ টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এই নিয়ে বিগত ছয় মাসের মধ্যে ১৪০ টাকা বাড়ানো হলো সিলিন্ডারের দাম। পয়লা জুলাই থেকে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ২৫ টাকা ৫০ পয়সা বৃদ্ধি করলো গ্যাস সংস্থাগুলি।গত বছরের শেষ ভাগ থেকেই অবশ্য সিলিন্ডার প্রতি গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে।

নতুন মাসের সূচনাতে দাম বৃদ্ধির কারণে জুলাই মাসে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মুম্বই এবং দিল্লিতে হল ৮৩৪ টাকা ৫০ পয়সা। কলকাতায় সিলিন্ডার প্রতি গ্যাসের দাম হয়েছে ৮৩৫ টাকা ৫০ পয়সা। দেশের মেট্রো শহর গুলির মধ্যে সবথেকে বেশি গ্যাসের দাম রয়েছে চেন্নাই শহরে। মাসের শুরুতে দাম বৃদ্ধিতে চেন্নাই শহরের সিলিন্ডার প্রতি গ্যাসের দাম ৮৫০ টাকা ৫০ পয়সায় পৌঁছেছে।

গৃহস্থালির পাশাপাশি বাণিজ্যিক সিলিন্ডারের দামও বৃদ্ধি করা হয়েছে। ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা বাড়ানো হয়েছে। গ্যাসের পাশাপাশি এদিকে আবার দেশে পেট্রোপণ্যের দাম ধারাবাহিক ভাবে বেড়েই চলেছে। পেট্রোল-ডিজেলের দাম ১০০ এর গণ্ডি পেরিয়েছে। দেশের বেশ কিছু শহরে ১০০ টাকার উপরে লিটারপ্রতি পেট্রোল বিক্রি হচ্ছে। অন্যান্য শহরগুলিতেও লিটারপ্রতি পেট্রোলের দাম ১০০ ছুঁই ছুঁই।

এবার থেকে সিলিন্ডার গ্রাহককে নতুন বর্ধিত দামেই কিনতে হবে সিলিন্ডার। বর্তমানে অবশ্য প্রতিবছর প্রত্যেক পরিবারকে ১২টি গ্যাস ভর্তুকিতে দেয় কেন্দ্রীয় সরকার। ভর্তুকি টাকা সরাসরি গ্রাহকের ব্যাংক একাউন্টে পৌছে যায়।