সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার কলকাতা, শিল্প বৈ’ঠ’ক হ’বে নবান্নে, আসবে কি বি’নি’য়ো’গ?

শিলিগুড়ির পর এবার কলকাতাতেও হবে শিল্প বৈঠক। উত্তরবঙ্গের বিজনেস সামিটের ধাঁচেই এই শিল্প বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সূত্রের খবর, বিশ্ব বাংলা শিল্প সম্মেলনের আগেই কলকাতাতে প্রস্তুতি বৈঠক ডেকেছে রাজ্য শিল্প দফতর। আগামী বৃহস্পতিবার সকাল ১১টা থেকে মুখ্যসচিবের উপস্থিতিতে এই বৈঠক হবে।

বিশ্ব বাংলা শিল্প সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করার বিষয়ে সেসব দেশের কনসাল জেনারেল, অ্যাম্বাসাডরদের সঙ্গে ভার্চুয়ালি কথোপকথন হবে বলে সূত্রের দাবি। কলকাতা শহর সংলগ্ন এলাকায় শিল্প সম্ভাবনা কতটা রয়েছে বিভিন্ন দেশের কনসাল জেনারেল, অ্যাম্বাসাডরদের সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হবে।

এই বৈঠক নবান্ন সভাঘরে আগামী বৃহস্পতিবার সকাল ১১টা থেকে হবে। ফুড প্রসেসিং থেকে হর্টিকালচার, পর্যটন থেকে বস্ত্র-বিপণন বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে উত্তরবঙ্গের বিজনেস সামিটে আলোচনা হয়। বিভিন্ন উদ্যোগপতি, শিল্পপতিরা ছিলেন সেখানে।

আরো পড়ুন: ইউক্রেনে নি’ষি’দ্ধ বো’মা ফেললো রাশিয়া! ভ্যাকুয়াম বো’মা কেন এ’তো শক্তিশালী হয়?

বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। ব্যবসা-বাণিজ্যে ভর করে কীভাবে উত্তরবঙ্গকে আর্থিকভাবে আরও সুদৃঢ় করা যায় মূলত সেই লক্ষ্যেই এই আলোচনা হয়। ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

বিভিন্ন দফতরের তরফে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তুলে ধরা হয় শিল্পপতিদের সামনে। বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের আগে শিল্পে বিনিয়োগ আনতে মূলত এই উদ্যোগ ছিল নবান্নের। আট দফতরের সচিব উত্তরবঙ্গে গিয়েছিলেন বলেই জানা যায়।