সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২৬/১১ মুম্বই হা’ম’লা’য় ধৃ’ত কাসভের ঠিকানা ভারতকে দিয়েছেন নওয়াজ শরিফ, স্বী’কা’র ইমরানের মন্ত্রীর

26/11 ভয়ঙ্কর জঙ্গি হামলায় পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছিল ভারত। এই অভিযোগ ছিল সম্পূর্ণ সত্য। একথা সদ্য স্বীকার করে নিলেন বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের মন্ত্রী শেখ রশিদ।

সম্প্রতি তিনি জানিয়েছেন এই হামলার সঙ্গে জড়িত জঙ্গী আজমল কাসভ কোথায় থাকতো সে ব্যাপারে ভারতকে জানিয়ে দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আজমল কাসভ ছিল পাকিস্তানের ফরিদকোটের বাসিন্দা। নওয়াজ শরিফ ভারতকে এই তথ্য সরবরাহ করেছিলেন।

ক্ষমতা হারানোর আশঙ্কায় মুখে এই কথা কার্যত স্বীকার করে নিতে বাধ্য হলো ইমরান খানের সরকার। উল্লেখ্য বর্তমানে পাকিস্তানের রাজনৈতিক অবস্থা অত্যন্ত অস্থির। ইমরান খানের সরকারের পতনের সম্ভাবনা দেখা দিয়েছে। বিরোধী দলনেতা শেহবাজ শরিফ ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছেন।

আরো পড়ুন: যু’দ্ধ থা’মা’নো’র জন্য ফের মোদির দ্বা’র’স্থ ইউক্রেন

জাতীয় সংসদের নিয়ম অনুসারে মোট সংসদের কুড়ি শতাংশ ভোট পেলে অনাস্থা প্রস্তাব পেশ করার আর্জি গৃহীত হবে। প্রস্তাবের পক্ষে 68 টি ভোট পড়লেই এক্ষেত্রে আর্জি গৃহীত হওয়ার কথা ছিল।

ভোটাভুটির পর দেখা যাচ্ছে প্রয়োজনীয় সংখ্যার থেকে 100 টিরও বেশি ভোট পড়েছে। প্রস্তাব পেশ করার পক্ষে 161 জন সাংসদ ভোট দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল চারটে পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে।

পাকিস্তানের 342 টি আসন বিশিষ্ট জাতীয় সংসদের ম্যাজিক ফিগার 172। ইমরানের দল তেহরিক-ই-ইনসাফে 155 জন সদস্য রয়েছেন। এছাড়াও জোট সরকারের মোট সদস্য 179। এরমধ্যে কুড়ি জনেরও বেশি সাংসদ ইতিমধ্যেই দল বদলে ফেলেছেন। এই পরিস্থিতিতে ইমরান সরকার বেশ চাপে পড়ে গিয়েছে।