সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“ক্ষ’মা চা’ই’তে এসেছি”, বিধানসভা ইস্যুতে BSF দ’প্ত’রে শুভেন্দু

সীমান্তে বিএসএফের কার্যক্ষমতা বৃদ্ধি নিয়ে কার্যত রাজ্য এবং কেন্দ্রের সংঘাত তুঙ্গে। বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধীতা করে বিধানসভায় এই মর্মে প্রস্তাব পাস করেছে বিরোধীরা। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিএসএফ ইস্যু নিয়ে মুখ খুললেন। তিনি এদিন বলেন বিধান সভাতে কয়েকজন বিধায়ক বিএসএফের সম্মানহানি করেছে। এজন্য তিনি ক্ষমা প্রার্থনা করে নেন। বিএসএফের দপ্তরে গিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন বিরোধী দলনেতা।

বিএসএফ ইস্যুতে গত 16 তারিখ বিধানসভাতে জোর চর্চা হয়। সেখানে বিএসএফের বিরুদ্ধে মহিলাদের শ্রীলতাহানি করার অভিযোগ তোলেন উদয়ন গুহ। এ প্রসঙ্গে ক্ষমা চাইতে বিএসএফের দপ্তরে পৌঁছে গিয়েছিলেন বিরোধী দলনেতা। তিনি বলেন বিএসএফ আমাদের গৌরব। জাতীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের সেবা করেন তারা। সীমান্তবর্তী এলাকায় গোমাতার উপরে অত্যাচার করা হয়। গরু চুরিতে বাংলা বিখ্যাত হয়ে গিয়েছে বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা।

তিনি আরো বলেছেন গো মাতার জন্য বাংলাতে গোশালা তৈরি করা উচিত। প্রসঙ্গত উল্লেখ্য, বিধান সভাতে বিএসএফের সমালোচনা করতে গিয়ে উদয়ন গুহ মন্তব্য করেন, সীমান্তবর্তী অঞ্চলে তল্লাশি চালানোর নাম করে মহিলাদের গোপন অঙ্গে হাত দেয় বিএসএফ। এই মন্তব্য প্রসঙ্গে ফুঁসে ওঠে বিরোধী বিজেপি শিবির।

রাজ্যের বিধায়কের এহেন মন্তব্যকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএসএফের স্পেশাল ডিজি ইস্টার্ন কমান্ড ওয়াইবি খুরানিয়া। তিনি বলেন রাজ্য পুলিশের সমন্বয় কাজ করে বিএসএফ। রাজ্যের আইন শৃংখলার উপর হস্তক্ষেপ করে না বিএসএফ। বিএসএফ এর আওতায় 4000 মহিলা কর্মী রয়েছেন। রয়েছে সিসিটিভি। তাই কোনও অভিযোগ থাকলে অভিযোগকারীরা বিএসএফের কাছে অথবা স্থানীয় পুলিশের কাছে অভিযোগ জানাতে পারে।