সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিছুটা দা’ম ক’মে’ছে শাক সবজির, মাংসের দা’মেও লেগেছে লাগাম

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাজার দর, কমছে মুরগির মাংসের দামও।ঘূর্ণিঝড় যশের ঝাপটা সামলে একটু একটু করে স্বাভাবিক হচ্ছে রাজ্যের পরিস্থিতি।জোগানের অভাব এখনও রয়েছে বটে, তবে ধীরে ধীরে কমছে বাজার দর।

মঙ্গলবার কলকাতায় কত যাচ্ছে মাছ, মাংস, শাক-সবজির বাজার দর; দেখে নেওয়া যাক।জ্যোতি আলু ১৪-১৭ টাকা প্রতি কিলো (পাইকারি বাজার দর প্রতি কিলো ৮-১২ টাকা), চন্দ্রমুখী আলু ১৮-২০ টাকা কিলো (পাইকারি বাজার দর প্রতি কিলো ১২-১৫ টাকা)।

এছাড়া পেঁয়াজ প্রতি কিলো ৪০-৪৫ টাকা (পাইকারি বাজার দর প্রতি কিলো ২৫-৩০ টাকা), আদা প্রতি কিলো ১০০ টাকা, কাঁচালঙ্কা প্রতি কিলো ১০০ টাকা।

ইচড় ৫০ টাকা কিলো, বাঁধাকপি প্রতি কেজি ১০-১৫ টাকা, কাঁচা আম ৩০ টাকা কিলো, শিম প্রতি কিলো ১৫-২০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা প্রতি কিলো।

উচ্ছে প্রতি কিলো ৪০ টাকা, কুমড়ো প্রতি কিলো ৩০ টাকা, লাউ প্রতি কিলো ৪০ টাকা, গাজর প্রতি কিলো ৩০ টাকা, টমেটো প্রতি কিলো ৪০ টাকা।

ঢ্যাঁড়স প্রতি কিলো ৪০ টাকা, পটল প্রতি কিলো ৩০ টাকা, বেগুন ৪০ টাকা কিলো, ঝিঙা ৪০ টাকা কিলো, সজনে ডাঁটা ৫০ টাকা কিলো।

রুই মাছ (গোটা) প্রতি কেজি ১৬০-১৮০ টাকা, রুই মাছ (কাটা) প্রতি কেজি ২০০-২২০ টাকা, কাতলা মাছ (গোটা) প্রতি কেজি ২২০-২৫০ টাকা, কাতলা মাছ (কাটা) প্রতি কেজি।