সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আয়ুর্বেদিক চিকিৎসায় কেনিয়ার প্রাক্তণ প্রধানমন্ত্রীর মেয়ের চোখের জ্যোতি ফি’রে এ’লো

অ্যালোপ্যাথি বা অস্ত্রোপচার নয়, মেয়ের চোখের চিকিৎসার জন্য কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ভরসা করেন ভারতের আয়ুর্বেদ চিকিৎসার উপর। কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী রাইলা ওড়িঙ্গা বর্তমানে তার মেয়েকে নিয়ে কেরালার কোচিতে রয়েছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার উদ্দেশ্য আয়ুর্বেদিক পদ্ধতিতে মেয়ের চোখের চিকিৎসা করানো।

তিনি জানিয়েছেন তার মেয়ে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। বিগত তিনমাস ধরে তার চিকিৎসা চলছিল। এখন সে অনেকটাই দেখতে পায়। এমন মীরাকেলে তিনি এবং তার পরিবার চমৎকৃত হয়েছেন। তার মেয়ে আয়ুর্বেদিক চিকিৎসায় দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে।

তাই তিনি এবার এই আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিকে কেনিয়াতে নিয়ে যাওয়ার ব্যাপারে উদ্যোগী হয়েছেন। সেই মর্মে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথাও বলেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক আরও মজবুত করে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরো পড়ুন: OMG: দেশীয় পদ্ধতিতে তৈরি ই-বাইক একবার চার্জেই দৌ’ড়া’চ্ছে ৪০০০ কিমি! গোটা বি’শ্ব অ’বা’ক

সাড়ে তিন বছর পর নরেন্দ্র মোদী এবং রাইলার মধ্যে সাক্ষাৎকার হয়েছে। বিগত কয়েক দশক ধরেই দুই রাষ্ট্রের রাষ্ট্রনেতার মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করেছেন।

2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত কেনিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন ওডিঙ্গা। বিভিন্ন রাজনৈতিক সাক্ষাৎ এবং কর্মসূচির মাধ্যমে নরেন্দ্র মোদির সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। ভবিষ্যতে এই সম্পর্ককে আরও মজবুত করে তোলার উদ্দেশ্যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন দুই রাষ্ট্রনেতা।