সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: দেশীয় পদ্ধতিতে তৈরি ই-বাইক একবার চার্জেই দৌ’ড়া’চ্ছে ৪০০০ কিমি! গোটা বি’শ্ব অ’বা’ক

ইলেকট্রিক বাইক এবং স্কুটারের প্রতি গ্রাহকের চাহিদা বাড়ছে। পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশ বর্তমানে ইলেকট্রিক স্কুটার বানাতে উৎসাহী হয়েছে। ভারতও তাদের তৈরি ই-বাইক নিয়ে হাজির।

হায়দ্রাবাদের একটি সংস্থা যে ই-বাইক বাজারে এনেছে তা এক চার্জেই চার হাজার কিলোমিটার পর্যন্ত পথ চলতে পারবে। গ্রাভটন মটরস নামের একটি সংস্থা সম্প্রতি এমনই একটি ইলেকট্রিক চালিত বাইক তৈরি করে ফেলেছে।

এই বাইকের ব্যাটারি এতটাই মজবুত যা একবার চার্জ দিলে চার হাজার 11 কিলোমিটার পর্যন্ত পথ চলতে পারে। কন্যাকুমারী থেকে লাদাখের খারদুং পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়া যায়!

সম্পূর্ণ পথ যেতে সময় লেগেছে 164 ঘন্টা 30 মিনিট অর্থাৎ প্রায় সাত দিনেরও কম। এশিয়া বুক অফ রেকর্ডস করে ফেলেছে এই ই-বাইক। 2021 সালের 13 ই সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে বাইকটি যাত্রা শুরু করেছিল।

এই বাইক নিয়ে যারা যাত্রা করেছিলেন তাঁরা প্রথমে 3 হাজার 400 কিলোমিটার ননস্টপ একনাগাড়ে পথ চলতে থাকেন। কন্যাকুমারী থেকে মানালী পর্যন্ত পথ চলেছিলেন তারা।

আরো পড়ুন: পুনিত রাজকুমারের শে’ষ ছবির টিজার রিলিজ, শেষবারের মতো প্র’য়া’ত অভিনেতাকে দেখে আবেগপ্রবণ ভক্তরা

তারপর মানালিতে এক রাত কাটিয়েছিলেন’। তারপর তারা বাকি পথ পাড়ি দেন। যাত্রীরা জানিয়েছেন সম্পূর্ণ পথ চলার সময় তাদের কোনরকম যান্ত্রিক সমস্যার মুখে পড়তে হয়নি।

এই কোয়ান্টা নামের বাইকে রয়েছে একটি সোয়াপেবল ব্যাটারি। নির্দিষ্ট কোনো ব্যাটারি স্টেশনে নিয়ে গিয়ে তার ব্যাটারি বদলে ফেলা সম্ভব। এশিয়া বুক অফ রেকর্ডসে জায়গা দেওয়ার জন্য সংস্থার তরফ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে। ভবিষ্যতে আরো গতিশীল এবং কার্যকর বাইক আনা হবে বলে জানিয়েছে এই সংস্থা।