সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দী’র্ঘ লক’ডাউনে’র প’র স্কুল’মুখী প’ড়ু’য়া’রা

দীর্ঘ লকডাউনের পর স্কুলমুখী পড়ুয়ারা

মালদা,৩ জানুয়ারি : দীর্ঘ লকডাউনের পর শুরু হল স্কুল-কলেজে পঠন-পাঠন। মুখ্যমন্ত্রীর নির্দেশে কোভিদ বিধি মেনে খোলা হয় বিদ্যালয়।

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা সকলকেই পড়তে হবে মাস্ক। স্কুলে ঢোকার সময় স্যানিটাইজার দিয়ে ধুতে হবে হাত।
৩রা ফেব্রুয়ারি সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও খোলা হয় স্কুল।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সমস্ত স্কুলের ক্লাসরুম সহ গোটা চত্বর করা হয় স্যানিটাইজ। ঝাড়পোঁছ করা হয় স্কুলের বেঞ্চ সহ অন্যান্য সামগ্রী। প্রায় দুই বছর ধরে করোনার জন্য বন্ধ ছিল স্কুলের পঠন পাঠন। গত কয়েক মাস আগে স্কুল খোলার উদ্যোগ নেওয়া হলেও আবার বাড়তে শুরু করে করোনার প্রকোপ। রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশে আবার বন্ধ করা হয় স্কুল।

গত কয়েকদিন ধরে অনেকটাই নেমেছে করোনার গ্রাফ। এই পরিস্থিতিতে সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও উচ্চ বিদ্যালয় গুলি খোলার নির্দেশ দেওয়া হয়। দীর্ঘদিন পর স্কুলমুখী হতে পেরে খুশি স্কুল পড়ুয়ারা।