সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এক সময় চপ বি’ক্রি করতেন! এখন বাংলার প্রতিষ্ঠিত অভিনেতা সুপ্রিয় দত্ত

টলিউডের কমার্শিয়াল ছবির অপরিহার্য অভিনেতা সুপ্রিয় দত্তকে কমবেশি সকলেই চেনেন। খেয়াল করে দেখবেন আজ থেকে প্রায় ৫-৬ বছর আগে দেব, জিৎ কিংবা অঙ্কুশের সিনেমায় নায়িকার বাবা অথবা ভিলেনের চরিত্রে খুব পরিচিত একটি মুখ অভিনয় করতেন, যার নাম সুপ্রিয় দত্ত৷

খলনায়ক থেকে কমেডি সব চরিত্রই এক চুটকিতে বাজিমাত করতেন তিনি। তবে জানেন কি ইন্ডাস্ট্রি তে না ছিল তার কোনো পরিচয়, না ছিল কোনো সোর্স। সেই বলে না শূন্য থেকে শুরু করা! হ্যাঁ সেই শূণ্য থেকেই শুরু করেছিলেন তিনি।

একটা কথা আছে জানেন নিশ্চয়ই – “পরিশ্রমের ফল কখনোই বৃথা যায় না”। আর এই কথাটা অভিনেতা সুপ্রিয় দত্তের জীবনের সাথে খুব খাটে। আজ তিনি যা তা সবটাই তার নিজের চেষ্টায়। গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারেই জন্ম হয় তার। মোটামুটি অভাবের মধ্যেই তার ছেলেবেলা কাটে।

আরো পড়ুন: BGMI-কে দেশে নি’ষি’দ্ধ করার জো’রা’লো দা’বি! চি’ন্তি’ত গেমাররা

এতটাই অভাব যে ঠিক করে প্রত্যহ খাবার জোগাড় করা অত্যন্ত দুষ্কর ছিল তার নিম্ন মধ্যবিত্ত পরিবারে। তবে ছোট থেকেই পড়াশোনায় বেশ মেধাবী ছিলেন অভিনেতা। কিন্তু পয়সা না থাকলে কি আর নিশ্চিন্তে লেখাপড়া করা যায়? শোনা যায় একটা সময় অভাবের তাড়নায় চপ ভেজেও পেট চালিয়েছেন অভিনেতা।

তবে তার বাবা মার সাধ ছিল ছেলে লেখাপড়া করে বড় চাকরি করবে। তাই অভিনেতাকে সবসময় উৎসাহ দিতেন তারা৷ লেখাপড়ার পাশাপাশি অভিনয়ের প্রতি সুপ্রিয় বাবুর ছিল বিশেষ আগ্রহ। আর সেই কারণেই লেখাপড়া শেষ করে কলকাতায় চলে আসেন থিয়েটার করবেন বলে।

আর সেই নাটকের মঞ্চই তাকে সুযোগ করে দিয়েছিল টলিউডে প্রবেশ করার। বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে ২০০৮ ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে প্রথম বড় পর্দায় পা রাখেন অভিনেতা। যদিও এর আগে ২০০৬ সালে সুমন মুখোপাধ্যায়ের ছবি ‘হারবার্ট’ এ খুব ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেছিলেন।

আরো পড়ুন: Vodafone Idea: মা’ত্র ৪ টাকা বে’শি খরচ ক’র’লে পাওয়া যা’চ্ছে ২৮ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি

তারপর থেকে একে একে চ্যালেঞ্জ, লে ছক্কা, দুই পৃথিবী, সেদিন দেখা হয়েছিল ইত্যাদি অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। এরপর আর কখনও পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। আর বর্তমানে বড়পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও চুটিয়ে অভিনয় করছেন অভিনেতা।