সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার অ’র্শ নিয়ে স’ম’স্যা’য় অনুব্রত, বে’হা’ল অবস্থা তৃণমূল নেতার

অনুব্রত মণ্ডলের অবস্থা আরো যেন কাহিল হয়ে উঠেছে, ভোট-পরবর্তী হিংসার জন্য সিবিআই দপ্তর তাকে জেরার জন্য ডাক পাঠিয়েছিল। কিন্তু তার শারীরিক সমস্যা থাকার কারণে তিনি উপস্থিত হননি। বিশেষ করে তার অন্ডকোষের সমস্যার কথা ডাক্তার বলেছে,কিন্তু এর মধ্যেই আরেক সমস্যা দেখা গেল, সেটা হল অর্শ।

আজ্ঞে হ্যা গতকাল শুক্রবার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য তিনি এসএসকেএম হাসপাতালে পৌঁছায়। আর সেখানেই জানা যায় তার অর্শের সমস্যা বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার অনুব্রত মণ্ডল কে সিজিএ কমপ্লেক্সের লম্বা জেরা করা হয়। টানা ৫ ঘন্টার জেরার সম্মুখীন হতে হয় অনুব্রত মণ্ডলকে।

কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা তার মেয়ের নম্বর রেখে দিয়েছে, এমনকি তৃণমূলের জেলা সভাপতির দেহরক্ষীর নম্বরও রেখে দিয়েছে সিবি আই। অনুব্রত মণ্ডল বীরভূম থেকে বের হওয়ার আগেই জানিয়েছিলেন তার শারীরিক সমস্যা যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই তার শরীরের অবস্থা বর্তমানে ভালো নেই।

আরো পড়ুন: দারুণ পরিকল্পনা! স্টেশন এলেই যাত্রীদের ঘুম থেকে উ’ঠি’য়ে দে’বে রেল

বর্তমানে কয়েক দিন থেকে দেখা যাচ্ছে গাড়ি থেকে নেমেই দেহরক্ষীদের কাঁধের উপর ভর করে, এক জায়গা থেকে আরেক জায়গায় বহুকষ্টে চলাফেরা করছেন তিনি।

সিবিআই যখন তাকে প্রথমবার তলব করেছিল, তখন সিবিআই দপ্তর না গিয়ে সোজা তিনি পৌঁছে গিয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। সেখানে গিয়ে চিকিৎসারত অবস্থায় ছিলেন তিনি, তখন অন্ডকোষের সমস্যা দেখা দিয়েছিল এবার তার অর্শের সমস্যা ধরা পরছে।

তবে ভোট পরবর্তী হিংসার জন্য ফের তাকে সিবিআই তলব করে, আগেরগুলো কোন ভাবে এড়িয়ে গেলেও এবারটা তিনি ঠিক তেমন কিছু করে উঠতে পারেনি। তাই গত বৃহস্পতিবার তাকে বাধ্য হয়েই সিবিআই দপ্তর হাজিরা দিতে হয়।