সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দারুণ পরিকল্পনা! স্টেশন এলেই যাত্রীদের ঘুম থেকে উ’ঠি’য়ে দে’বে রেল

কাজের সূত্রে অনেকেই দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করেন। গন্তব্য স্থল পৌঁছতে যদি মাঝরাত কিংবা ভোররাত হয়ে আসে তাহলে ঘুম থেকে উঠে ট্রেন থেকে নামাটা একটু মুশকিলের। গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য শান্তিতে ঘুমাতেও পারেন না অনেক যাত্রী।

ঘুমিয়ে পড়ার কারণে গন্তব্য স্টেশন পেরিয়ে গেলে আলাদা কোনো স্টেশনে নামতে হয়েছে এমন নজির কিছু কম নেই। তবে এবার ভারতীয় রেলে তরফ থেকে এই বিষয়ে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ভারতীয় রেল সর্বদা যাত্রী সুবিধার্থে পরিষেবা ক্ষেত্রে একের পর এক নতুন নতুন নিয়ম আনছে। এবার যাত্রীদের সুবিধার জন্য এক নতুন ব্যবস্থা নিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

আরো পড়ুন: ট্রেন ডাকাতিতে খো’য়া গেল বাংলার জিমন্যাস্টিক্স দলের স’ব জিনিসপত্র

মাঝরাতে কোনো যাত্রীর গন্তব্য স্টেশন যাতে মিস না হয়ে যায় তার জন্য নতুন সুবিধা চালু করা হয়েছে। এর ফলে এখন থেকে যাত্রীরা আর স্টেশন মিস করবেন না। ঘুমিয়ে গেলেও নির্দিষ্ট স্টেশনে পৌঁছে যেতে পারবেন।

এর নাম দেওয়া হয়েছে ডেস্টিনেশন এলার্ট ওয়েকআপ এলার্ম। রেলওয়ে এনকোয়ারি নাম্বার 139 এ ফোন করে এই সুবিধা নেওয়া যাবে। এই পরিষেবার সুবিধা নিতে হলে রাত এগারোটা থেকে সকাল সাতটার মধ্যে সুবিধা নেওয়া যাবে।

এজন্য রেলে তরফ থেকে মাত্র তিন টাকা চার্জ রাখা হয়েছে। যদি কোন ব্যক্তি এই বুকিং সুবিধা নিতে চান সেক্ষেত্রে রেজিস্ট্রেশন আসার কুড়ি মিনিট আগে যাত্রীকে এলার্ট করে দেওয়া হবে।

এর জন্য প্রথমে যাত্রীকে আইআরসিটিসি হেলপ্লাইন নম্বর 139 ফোন করতে হবে। তারপর ফোনের মাধ্যমে নিজের ভাষা বেছে নিতে হবে। এরপর ফোন চলাকালীন 7 এবং দুই নম্বরে সুইচ টিপতে হবে।

তারপর যাত্রীর কাছে থাকা 10 ডিজিটের পিএনআর নম্বর দিতে হবে। এরপর এক সুইচ টিপে কনফার্ম করে নিতে হবে। এসএমএসের মাধ্যমে গোটা বিষয়টি সম্পর্কে যাত্রীকে কনফার্ম করে দেবে রেল কর্তৃপক্ষ।