Home ব্যবসা বাণিজ্য বি’রা’ট সুখবর আপনার জন্য! সোনার দা’ম ১৮০০০ টা’কা কমলো

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’রা’ট সুখবর আপনার জন্য! সোনার দা’ম ১৮০০০ টা’কা কমলো

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসেবে বিশ্বের সোনা উৎপাদকদের তালিকায় শীর্ষে চিন।আমাদের দেশ ভারত এই তালিকার রয়েছে অনেকটাই নিচে।অন্যদিকে আমাদের দেশ চাহিদায় বিশ্বে দ্বিতীয়।

এত বিপুল চাহিদার কারণে সোনার দাম কখনোই একেবারে পড়ে যায় না।অনুষ্ঠান থেকে শুরু করে নিজের প্রিয়জনকে উপহার দেওয়া,কোনো কিছুতেই সোনার বিকল্প নেই।

এবার আপনার কাছে রয়েছে এক সুবর্ণ সুযোগ। পর্যটকদের আকৃষ্ট করতে এক নতুন পরিকল্পনা নিয়েছে ভুটান সরকার।সেখানে সোনা কিনলে কোনো টাক্স বা কর দিতে হবে না।

আরো খবর: মেয়ের কেরিয়ার ন’ষ্ট করার পি’ছ’নে নাকি দা’য়ী গোবিন্দ নিজেই! ঠিক কি হয়েছিলো?

ফলে সোনার দাম অনেকটাই কমবে। পর্যটকরা ফুন্টসেলিং ও থিম্পু শহর থেকে এই পরিকল্পনার লাভ তুলতে পারবে।তাদের শুধু ভুটানের কোনো হোটেলে এক রাত্রি থাকতে হবে এবং টুরিস্ট টেকসই উন্নয়ন ফি দিতে হবে।

আন্তর্জাতিক বাজারে ভারতীয় রুপি ও ভুটান এঙ্গুলট্রামের মূল্য একই। ভারতে যেখানে ১০গ্রাম সোনার দাম প্রায় ৫৮০০০টাকা, ভুটানে তা ৪০২৮৬ টাকা।