সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মেয়ের কেরিয়ার ন’ষ্ট করার পি’ছ’নে নাকি দা’য়ী গোবিন্দ নিজেই! ঠিক কি হয়েছিলো?

বাবা মায়েদের মতো স্টারকিডদের দিকেও সব সময় নজর থাকে ক্যামেরার। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর হোক কিংবা সইফ কন্যার সারা আলি খান চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তারা। কিন্তু তাদের থেকে বরং কিছুটা পিছিয়ে রয়েছেন টিনা আহুজা। নামটা শোনা শোনা লাগছে না নিশ্চয়ই! আসলে তিনি হলেন গোবিন্দা কন্যা। এখনো প্রচারের আলোকে আসেননি। এমনকি মেয়ের জন্মের কথা ইন্ডাস্ট্রির সকলের কাছ থেকে গোপন রেখেছিলেন গোবিন্দা।

একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন গোবিন্দা। আর তার মধ্যেই ১৯৮৯ সালের ১৬ জুলাই মেয়ের জন্ম দেন গোবিন্দার স্ত্রী সুনিতা। সন্তান হওয়ার খবর জানাজানি হয়ে গেলে হয়তো তার ক্যারিয়ারে খারাপ প্রভাব পড়তে পারে ভেবেছিলেন অভিনেতা। বরং সত্যিই লক্ষ্মী হিসেবে জন্ম নিয়েছিলেন টিনা। কারণ তার জন্মের পর বাবার কেরিয়ার আরো সমৃদ্ধশালি হয়ে ওঠে। টিনার আসল নাম নর্মদা। পড়াশোনা শেষ করবার পর তিনি অভিনয়ের প্রশিক্ষণ শুরু করে দিয়েছিলেন।

আনন্দ মিশ্র বিদুর চক্রবর্তীর কাছে অভিনয় শেখেন তিনি এরপর লন্ডন ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেন। ফ্যাশন ডিজাইনিং এ ডিগ্রী রয়েছে তার। ২০০৭ সালে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান খানের সঙ্গে তাকে দেখা যায়। শুরু হয়ে গিয়েছিল চর্চা এবার একসাথে সিনেমায় নর্মদা সালমান জুটি।

আরো খবর: সোশ্যাল মিডিয়া চালানো স্কুলে স্কুলে শে’খা’নো উ’চি’ত, বললেন লীনা গঙ্গোপাধ্যায়

শোনা গিয়েছিল দাবাং ছবিতে তাদের এক সঙ্গে দেখা যাবে অথচ ওই ছবিতে সালমানের বিপরীতে দেখা যায় সোনাক্ষীকে। রাজনীতি থেকে যখন অভিনয়ে আবার প্রত্যাবর্তন করেছিলেন গোবিন্দ তখন পার্টনার ছবিতে তাকে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন তার বন্ধু সালমান। সেখান থেকেই নর্মদাকে আগাম ছবিতে কাজ করার কথা ভাবেন ভাইজান।

কিন্তু বেঁকে বসেন গোবিন্দ। তিনি জানান আমার নিজস্ব প্রযোজনা সংস্থা থেকেই আমার মেয়ের আত্মপ্রকাশ ঘটবে। কিন্তু ফ্লপ হয়েছিল ছবি। যদিও পরে পরিচালক লাভলী সিংহ তার আসন্ন ছবিতে নর্মদাকে নেবার কথা ভেবেছিলেন। সেই ছবির শুটিং কোন এক অজ্ঞাত কারণে আটকে যায়।

এরপরে একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেন তিনি। ২০১৯ সালে গজেন্দ্রর মিউজিক ভিডিওতে শেষ কাজ করেছিলেন। কিন্তু প্রচন্ডভাবে অপেশাদার ছিলেন তাই নাকি তাকে আর কাজের জন্য কেউ ডাকতেন না। আবার গোবিন্দের অনুরাগীদের মন্তব্য বাবার মত মেয়ে যাতে সাফল্য না পায় তাই বলিউড তাকে এক ঘরে করে দিয়েছে।