সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই কার্ড ছা’ড়া টা’কা জমা করা যাবে না ব্যাংকে, ন’য়া নি’য়’ম SBI-এর

এবার থেকে এসবিআইতে একাউন্ট থাকলে সেখানে টাকা জমা দেওয়ার সময় একটি বিশেষ দিকে খেয়াল রাখতে হবে। এস বি আই এর নতুন নিয়ম অনুসারে যদি এসবিআই গ্রীন কার্ড না থাকে তাহলে ব্যাংকের শাখাতে গিয়ে টাকা জমা দেওয়া যাবে না বলে জানা যাচ্ছে।

ব্যাংকের শাখায় টাকা জমা দেওয়া সংক্রান্ত নিয়মে এই রকমের এক নতুন পরিবর্তন এনেছে দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক।নতুন নিয়ম অনুসারে গ্রাহকদের কাছে এসবিআই গ্রিন কার্ড থাকলে তারা একাউন্টে টাকা জমা করতে পারবেন।

গ্রীন কার্ড না থাকলে টাকা জমা করা যাবে না। যদি গ্রীন কার্ড না থাকে তাহলে গ্রাহকদের এটিএম সেন্টারে গিয়ে ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা জমা দিতে হবে। ব্যাংকে টাকা জমা করতে গেলেই প্রয়োজন হবে এসবিআই গ্রীন কার্ড।

আরো পড়ুন: Whatsapp-এ করুন অ’ভি’যো’গ, চটজলদি মি’ল’বে সমাধান, এবার “বিধায়ককে বলো” কর্মসূচি

এস বি আই এর তরফ থেকে অফিসিয়াল রিপোর্টে জানানো হয়েছে ব্যাংক একাউন্টেরই সম্পূর্ণ তথ্য থাকবে এই এসবিআই গ্রিন কার্ডে। কার্ডটি মেশিনে সোয়াইপ করলে গ্রাহকের একাউন্ট খুলে যাবে। এই কার্ড তৈরি করার জন্য ২০ টাকা চার্জ দিতে হবে।

এসবিআই গ্রীন কার্ড না থাকলে টাকা জমা করতে গেলেও প্রাথমিকভাবে কোন সমস্যা নেই। সেক্ষেত্রে নিকটবর্তী এটিএমে যেতে হবে। সেখানে ডেবিট কার্ডের মাধ্যমে টাকা জমা করা যাবে।