সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেকে-কে নিয়ে করা মন্তব্য নিয়ে সু’র ব’দ’ল রূপঙ্কর বাগচীর

সংগীত শিল্পী রূপঙ্কর বাগচী সোমবার কলকাতায় কেকে’র একটি অনুষ্ঠান নিয়ে মন্তব্য করেছিলেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল কটাক্ষের মুখে পড়েন তিনি। এরপর মঙ্গলবার কেকে’ অকাল প্রয়াণের খবর শুনে, শোকস্তব্ধ সেই রূপঙ্কর বাগচী।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খুবই দুঃখ লাগছে। কষ্ট লাগছে। আমি এখনই শুনলাম। অত্যন্ত বড়় মাপের শিল্পী ছিলেন। এটা কোনও মৃত্যুর বয়স নয়। অনেক মানুষ ছেড়ে গিয়েছেন। যাঁদের বয়স হয়েছে। ওঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তবে, একই সঙ্গে কেকের প্রতি করা তাঁর মন্তব্য নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তারও জবাব দেন শিল্পী। রূপঙ্কর বাগচী বলেন, আমি কেকের বিরুদ্ধে কিছু বলতে চাইনি। এটা যদি মানুষ ভুল বোঝে, আমার দুঃখ লাগবে। আমি তো মানুষটাকে চিনি’ই না।

আরো পড়ুন: কেকে-র মুখে ও কপালে আঘাতের চি’হ্ন, অস্বাভাবিক মৃ’ত্যু’র মা’ম’লা পুলিশের

বরং আমি ওঁর গানের ভক্ত। আমি বাংলা গানের সপক্ষে কথা বলতে চেয়েছিলাম। প্রসঙ্গত, মঙ্গলবার নিজের ফেসবুক লাইভে রূপঙ্কর বলেন, কেকে দারুণ গায়ক।

কিন্তু ওঁর ভিডিও দেখে আমি অনুভব করলাম, আমাদের কলকাতায় কেকে-র লেভেলে যাঁরা যাঁরা নাম করেছেন অর্থাৎ ন্যাশনাল লেভেলে কেকে-র যে জায়গা সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের লেভেলে যাঁরা যাঁরা নাম করেছেন, সেই পজিশনে যে সমস্ত গায়ক গায়িকা আমাদের কলকাতায় রয়েছেন যেমন আমি, অনুপম, সোমলতা, ইমন, রাঘব, মনোময়, উজ্জ্বয়িনী, ক্যাকটাস, রূপম তাঁরা সবাই কেকে-র থেকে ভালো গাই।