সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’দা’য় বেলায় কেঁ’দে কেঁ’দে অস্থির ফেডেরার, তাকে দে’খে চোখে জল নাদালের

এবার বিদায় বেলায় চোখে জল প্রত্যেকের, রজার ফেডেরার যার শত্রু নাদাল, সেও এবার চোখ ভেজালো চোখের জলে। ফেডাল জুটির চোখে জল দেখে কান্নায় ভেঙ্গে পরল টেনিস বিশ্ব। তাদের মধ্যের এত দিনের বন্ধুত্ব, যার আবেগ এবার প্রকাশ্যে এল। আগের থেকেই তাদের বন্ধুত্ব নিয়ে আমরা সবাই অবগত ছিলাম, কিন্তু ফেডেরারের অবসর বেলায় বিশ্ব ক্রীড়া ইতিহাসে সবথেকে বেশী মন খারাপের ও সেরা মূহূর্ত ছিল এটাই।

আগের থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, লেভার কাপ এখনও অফিশিয়াল ভাবে চললেও লন্ডনের ও টু এরিনার মঞ্চ তৈরী হয়েছিল ফেডেরারের জন্য। নাদালের সাথে ফেডেরারের শেষ আন্তর্জাতিক ম্যাচ, যখন তারা শেষবারের জন্য মুখোমুখি হয় তখন কিন্তু স্রেফ আবেগের বিস্ফোরণ চারিদিকে।

ফেডেরারের শেষ সেই ভলি, ফোরহ্যান্ড দেখার আশায় অনেকেই এসেছিলেন , ফেডেরার শেষ খেলেছিলেন ২০২১ সালের উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। কিন্তু দুখের বিষয় হল, তার জীবনের শেষ ম্যাচে জয়ী হয়ে বিদায় জানাতে পারেন নি নিজের জানা শোনা খুবই পরিচিত খেলার জগতকে।

আরো পড়ুন: কেন্দ্রের টা’কা’য় দিদি লক্ষ্মীর ভান্ডার চা’লু করেছেন, ক’টা’ক্ষ শুভেন্দুর

খুব হাডাহাড্ডি লড়াইয়ের পর ৪-৬, ৭-৬ (৭/২), ১১-৯ ব্যবধানে হেরে যান। খেলা শেষ হোয়ার পর আবেগে একেবারে কেদে ফেলেন সুইস সম্রাট। পেশাদারি ম্যাচের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বীর বিদায়বেলায় নিজের চোখের জল ধরে রাখতে পারেনি নাদালও। মোট কথা সেখানে তৈরী হয় একটি আবেগ ঘন মূহূর্ত।


২২ টি গ্রান্ড স্ল্যাম জয়ী তারকাকেও চোখের জল মুছতে দেখা যায়, যেটা পুরো টেনিস বিশ্ব সাক্ষী থেকেছে। পরে নাদাল সাক্ষাৎকারে ফেডেরারের কথাই বলেন বেশী করে। ২০০৪ সালে দুজনের মুখোমুখি সাক্ষাত হয়েছিল প্রথম। তখন থেকে আজ পর্যন্ত একাধিকবার তারা বহু ঐতিহাসিক ম্যাচ খেলেছে। সেই শত্রুর বিদায় বেলায় চোখের জলে বিদায় জানালেন আরেক শত্রু।