সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্বাধীনতা দিবসে বিশ্বের প্রাচীনতম স্টিম ইঞ্জিন ছু’ট’লো ট্র্যাকে

স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বের প্রাচীনতম স্টিম ইঞ্জিন চালালো ভারতীয় রেল দপ্তর। চেন্নাইয়ের এগমোর থেকে কোদাম্বাকামের দিকে ছুটে গেল ১৬৭ বছরের পুরনো ইআইআর ২১।

এই ইঞ্জিন ১৮৬৬ সালে হাওড়ায় এবং দিল্লির মধ্যে প্রথম ট্রেন নিয়ে ছুটে গিয়েছিল। এটাই হলো পৃথিবীর সবথেকে প্রাচীনতম স্টিম ইঞ্জিন। ইংরেজ শাসনকালে ভারতবর্ষে রেলের আবির্ভাব হয়েছিল। সে আজ থেকে প্রায় ২০০ বছর আগের কথা।


বোম্বাই (অধুনা মুম্বাই) ও কলকাতার নিকটে পরীক্ষামূলক দুটি লাইন স্থাপন ও পরিচালনার উদ্দেশ্যে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে (জিআইপিআর) ও ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে (ইআইআর) নামে দুটি কোম্পানি স্থাপন করা হয়।

আরো পড়ুন: ঠিকানা চেনার ভা’লো উপায় হলো পিন কোড, এই নম্বরে কি কি লু’কি’য়ে থা’কে?

১৮৫১ সালের ২২ শে ডিসেম্বর প্রথম ভারতীয় রেলের পথ চলার শুরু হয়। তার পনেরো বছরের মাথায় এই ইঞ্জিনটি হাওড়া এবং দিল্লির মধ্যে সংযোগ স্থাপন করেছিল। ৭৬ তম স্বাধীনতা দিবসে ঐতিহ্যের পুনরাবৃত্তি ঘটালো ভারতীয় রেল। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ভিডিও। দেখে নিন এক নজরে।