সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

BGMI-কে দেশে নি’ষি’দ্ধ করার জো’রা’লো দা’বি! চি’ন্তি’ত গেমাররা

একটি NGO সংস্থা BGMI-PUBG-কে নিষিদ্ধ ঘোষণা করার দাবি তুলল। PRAHAR নামে ওই সংস্থার দাবি সম্প্রতি যে 54টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই তালিকায় যুক্ত করা হোক BGMI PUBG গেমটিকে।

PRAHAR এর তরফে অভিযোগ হয়েছে BGMI-PUBG গেমটিতে চিনা সংস্থার তরফে বিনিয়োগ করা হয়েছে। আর সেকারণে ওই গেমটিকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করার দাবি তোলা হয়েছে।

2020 সালে 2 সেপ্টম্বর PUBG গেমটি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। যদিও এর ঠিক 10 মাস পর ফের গেমটি ফিরে আসে ভারতের বাজারে।

আরো পড়ুন: Vodafone Idea: মা’ত্র ৪ টাকা বে’শি খরচ ক’র’লে পাওয়া যা’চ্ছে ২৮ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি

সেসময় গেমটির নামকরণ করা হয় Battleground Mobile India (BGMI)। চিনা অ্যাপগুলির মধ্যে যেগুলিকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল তার মধ্যে ছিল এই গেমটি।

ওই NGO-র তরফে জানানো হয়েছ, শুধুমাত্র নাম পরিবর্তন করে ফের ফিরে এসেছে গেমটি। তাই ওই গেমটিকেও নিষিদ্ধ করা হোক। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে এবিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।