সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার Hotstar-Amazon পাওয়া যা;বে একসাথেই, এই টিপস মানলেই কেল্লাফতে

স্মার্ট ফোন বা মোবাইল ছাড়া আমরা আজ এক মুহুর্তও থাকতে পারিনা।ওই ক্ষুদ্র যন্ত্রেই আমরা আবদ্ধ হয়ে গেছি।নিত্য প্রয়োজনীয় অগণিত কাজ করি মোবাইল দিয়েই। সে হোক না কেনো অফিসের কোনো কাজ বা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ, অনলাইনে সংসারের জিনিস থেকে রোজের বাজার। সব কিছুর ওয়ান স্টপ সলিউশন ওই মোবাইল।

এখন ডেটার সঙ্গেই পাওয়া যাচ্ছে বিনোদনের মজাও। ডিজনি হটস্টার থেকে নেটফ্লিক্স, আমাজন প্রাইম থেকে জিফাইভ, সব কিছুইই পাওয়াজাবে বিনামূল্যে। কিন্তু কীভাবে ? আসুন, দেখে নেওয়া যাক ।জিও,এয়ারটেল টেলকো সংস্থা গুলির রয়েছে এমন কিছু পোস্টপেড প্ল্যান, যেখানে আনলিমিটেড ডেটা ও কলিংয়ের ত রয়েছে,সঙ্গে রয়েছে বিনামূল্যে ওটিটি সাবস্ক্রিপশনও।

জিও-র 399 টাকার পোস্টপেড প্ল্যানে রয়েছে বিনামূল্যে নেটফ্লিক্সের মোবাইল প্ল্যান , আমাজন প্রাইমের ফ্রি সাবস্ক্রিপশন,75GB ডেটা ও আনলিমিটেড কল । 599 টাকার প্ল্যানে রয়েছে 1OOGB ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সঙ্গে নেটফ্লিক্স ও আমাজন প্রাইম ।

আরো খবর: প্রতি ২ মিনিটে ১ জন করে প্র’সূ’তি মা’রা যা’চ্ছে’ন বিশ্বজু’ড়ে! রি’পো’র্ট প্রকাশ করলো WHO

799 টাকার প্ল্যানে নেটফ্লিক্স ও আমাজন প্রাইম,এবং জিও অ্যাপসেপ ফ্রি অ্যাকসেস,সঙ্গে আনলিমিটেড কল, 150GB ডেটা এবং দুটি অতিরিক্ত সিম।  এই সব কটি প্ল্যানের সঙ্গেই রয়েছে দৈনিক 100টি SMS-ও। 999 টাকার প্ল্যানটিতে নেটফ্লিক্স, আমাজন প্রাইম, জিও অ্যাপসের সঙ্গে রয়েছে 200GB ডেটা।

1499 টাকার প্ল্যানটিতে 300GB ডেটার সঙ্গে পেয়ে যাবেন আনলিমিটেড কলিং ও 100টি এসএমএস।  এয়ারটেলের 1199 টাকার পোস্টপেড প্ল্যানটিতে রয়েছে নেটফ্লিক্স, আমাজন প্রাইম এবং ডিজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন।সঙ্গে রয়েছে 150 GB ডেটা,দৈনিক 100টি করে এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা ।

এয়ারটেল পোস্টপেডের 1,499 টাকায় রয়েছে আনলিমিটেড কলিং,200GB ডেটা, দৈনিক 100টি এসএমএস সহ নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও এবং ডিজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন।