সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সিবিআই দ’প্ত’রে সাংসদ দেব, শুরু হ’লো জিজ্ঞাসাবাদ

সিবিআই দপ্তর এর নিজাম প্যালেসে তলব করা হয়েছে বাংলার অভিনেতা ও সংসদ দেবকে।গরু পাচার কাণ্ডে অন্যতম সাক্ষী হিসেবে তাকেই তলব করা হয়েছে সিবিআই এর তরফ থেকে। আজ মঙ্গলবার সিবিআই এর সাথে দেখা করার কথা ছিল দেবের। কিন্তু ব্যস্ততার কারণে দেখা না করার সম্ভাবনা টাই বেশি ছিল।

তবে তার আইনজীবী জানিয়েছে আজ মঙ্গলবার, দেব হয়ত দেখা করতে যেতেও পারে সিবিআই দপ্তরে। তবে পরের আন্দাজটা ঠিক হয়েছে, কারণ আজ মঙ্গলবার দেব সশরীরে উপস্থিত হয়েছে নিজাম প্যালেসে।ইতিমধ্যেই জানা যাচ্ছে বিভিন্ন জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই।

সিবিআই এর তরফ থেকে দেবকে গত বুধবার একটি নোটিশ পাঠানো হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়েছিল,গরু পাচার কাণ্ডে অন্যতম সাক্ষী হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।১৫ জানুয়ারি বেলা ১১ টায় নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা বলে সিবিআই। আর সেই নোটিশ মিনিং সময়ে গিয়ে হাজিরা দেয় দেব।

আরো পড়ুন: এবার থেকে জটিল রো’গে’র চিকিৎসাও হবে স্বাস্থ্যসাথী কার্ডের মা’ধ্য’মে, জেনে নিন

কিন্তু অনেকে প্রশ্ন করতে পারে এই গরু পাচার কান্ডের সাথে, দেব এর কি সম্পর্ক? আসলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে, বিভিন্ন সাক্ষীকে প্রশ্ন করার সূত্রেই উঠে এসেছে দেবের নাম। তাই তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। শুধু দেব নয়,এই বিষয় নিয়ে রাজ্যের বিভিন্ন সরকারি কর্ম পদস্থ কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। মন্ত্রী থেকে শুরু করে আইনজীবী এমনকি নিচু তলার ইন্সপেক্টরদের পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে গরু পাচার কাণ্ড নিয়ে।