সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সামনেই পৌষ মাস, এই কাজগুলো ভু’লেও করবেন না! হতে পারে বি’রা’ট ক্ষ’তি

জীবনকে সুখ এবং সমৃদ্ধিতে পূর্ণ করে রাখার জন্য বাস্তুতন্ত্রের বেশ কিছু নিয়ম অনুসরণ করা প্রয়োজন। বাস্তুশাস্ত্র মতে এমন অনেক কাজ রয়েছে যা যদি আপনি মেনে চলেন তাহলে দেবী লক্ষী প্রসন্ন হবেন আপনার ওপর। এমন পরিস্থিতিতেই যে দেবী লক্ষীকে প্রসন্ন করার জন্য সবথেকে বেশি যে দিকটি আমাদের সচেতন হতে হবে সেটি হলো আমাদের উপার্জিত বা সঞ্চিত অর্থ রাখা স্থান।

বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, বিকৃত নোট কখনই মানিব্যাগে রাখা উচিত নয়। কোন বাজে কাগজ বা ব্লেড রাখবেন না আপনার মানি ব্যাগে। এটি করলে দেবী লক্ষী রুদ্ধ হন এবং বাড়িতে অর্থের অভাব হয়। এছাড়া কোনো মৃত ব্যক্তির ছবি কখনোই পাশে রাখা উচিত নয়।

বাস্তুশাস্ত্রমতে, মানিবাগে লক্ষ্মীর বসার ছবি রাখলে উপকার পাওয়া যায়। কোন ব্যক্তিকে কখনো অর্থের অভাবের সম্মুখীন হতে হয় না যদি তিনি নিজের মানিব্যাগে দেবী লক্ষীর বসার ছবি রাখতে পারেন। এছাড়া আপনি এটি লাল রঙের কাগজে আপনার মনের ইচ্ছা লিখে রেশমের সুতো বেঁধে সেটি আপনার মানিব্যাগে রেখে দিতে পারেন দেবী লক্ষীকে স্মরণ করে।

আরো খবর: নতুন বছরে আপনার মানিব্যাগে এই জিনিসটি অবশ্যই রা’খু’ন, সা’রা বছর পকেটে থা’ক’বে টা’কা!

এছাড়া মানিব্যাগে কিছু চালের দানা রাখতে পারেন যা আপনাকে অনাকাঙ্ক্ষিত খরচ থেকে মুক্তি দেবে। হিন্দু ধর্মে ভাতকে খুব শুভ বলে মনে করা হয় তাই এই কাজ করলে আপনার কাছে অর্থ ধরা দেবে খুব সহজেই।

নতুন বছরে দেবী লক্ষীকে প্রসন্ন করার জন্য নতুন সোনা বা রূপর মুদ্রা আপনি আপনার মানিব্যাগে রেখে দিতে পারেন। এতে সম্পদের ভগবান সন্তুষ্ট হবেন এবং আপনার উন্নতি সমস্ত দিক খুলে যাবে।