সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সেনাবাহিনী স্পেশাল ট্রেনে ঘটলো বি’স্ফো’র’ণ, বেশ কয়েকজন জওয়ান আ’হ’ত

ছত্রিশগড়ের রায়পুরের কাছে সেনাবাহিনীর একটি বিশেষ ট্রেনে হলো হঠাৎ বড়োসড়ো বিস্ফোরণ। ওই বিশেষ ট্রেনটিতে ওড়িশা থেকে জম্মু যাচ্ছিলেন সিআরপিএফের ৩ কোম্পানি জওয়ান। শনিবার সকাল সাড়ে ছটা নাগাদ রায়পুর স্টেশনে যখন দাঁড়িয়েছিল ট্রেনটি, তখন হঠাৎ বিস্ফোরণ ঘটে ট্রেনের মধ্যে। সিআরপিএফ এর ২১১ নম্বর ব্যাটালিয়নের ওই জোয়ানদের কাছে ছিল প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক।

সূত্রের খবর অনুযায়ী, ওই বিস্ফোরক গুলি অন্য কামরায় স্থানান্তরিত করার সময় বিস্ফোরণ ঘটে। স্থানান্তরিত করার সময় এক জওয়ানের হাত থেকে ইগনাইটর সেট,এসডি কার্তুজ এর একটি বাক্স পড়ে যায়। ফলে কামরায় শৌচালয়ের সামনে ঘটে যায় বড়োসড়ো বিস্ফোরণ।

এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। খবরকে পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে যান ফরেনসিক বিশেষজ্ঞরা। ঘটনায় আহত হয়েছেন চবন বিকাশ লক্ষণ, রমেশ লাল, রবীন্দ্র কর, সুশীল এবং দিনেশ কুমার পেকরা। ফরেনসিক বিশেষজ্ঞদের মত অনুযায়ী, ঘটনাটি আরো বেশি মারাত্মক হতে পারতো যদি স্টেশনটি জনবহুল হত। কিন্তু সৌভাগ্যবশত সেটি হয়নি। এমনকি শৌচালয়ের সামনে ঘটনাটি না ঘটে যদি কামরার ভেতরে ঘটতো, সেক্ষেত্রেও সম্ভাবনা বেশি ছিল ক্ষতির। তবে সৌভাগ্যবশত এর কোনটাই হয়নি, ভোরের দিকে ঘটনাটি ঘটে স্টেশনে সেই ভাবে জনসমাগম ছিল না।