সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গুলাবের লেজ ধরেই সৃষ্টি ঘূর্ণিঝড় শাহীনের, সতর্কতা জা’রি ৭ রাজ্যে, উত্তরবঙ্গ নিয়ে ব’ড়ো বয়ান

দুর্যোগের পর দুর্যোগ ধেয়ে আসছে বাংলার দিকে। ঘূর্ণিঝড় গুলাবের লেজ থেকেই উত্তর আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় শাহিন ধীরে ধীরে নিজের শক্তি বৃদ্ধি করছে। আগামী ১২ ঘণ্টার মধ্যেই আরও শক্তিশালী হয়ে উঠতে চলেছে এই ঘূর্ণিঝড়। যে কারণে মৌসম বিভাগের তরফ থেকে আগামী তিনদিন সাত রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

গত ২৬ শে সেপ্টেম্বর ওড়িশা ও অন্ধ্রের উপকূলে তাণ্ডব চালিয়েছে গুলাব। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তিনজন মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কেরল, কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু, সিকিম, বিহার ও পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্কবার্তার কথা জানানো হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী তিনদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে চলেছে।

শুক্রবার রাতে বা শনিবার সকালবেলাতেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে শাহিন। তার পর ধীরে ধীরে উত্তর আরব সাগর থেকে পাকিস্তান হয়ে ইরানের উপকূলের দিকে সরে যাবে এই ঘূর্ণিঝড়। শাহিন ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছে দিল্লির মৌসম বিভাগ।

দেশ থেকে বর্ষা বিদায় নিতে এখনো দুই সপ্তাহ দেরি আছে। যার ফলে অক্টোবর মাস পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। আগামীকাল থেকে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে বৃষ্টিপাত বাড়বে।