সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আর বা’ড়ি বা’ড়ি গি’য়ে হবে না আদমসুমারি! জনগণনা এবার ডিজিটালি

সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে চলতে আজ আমরা এখানে পৌছেছি। তাই এই পরিবর্তন কিন্তু একাই আসে নি আমরা নিয়ে এসেছি, আর সেই পরিবর্তন মানব জাতির স্বার্থে। এখন আমরা বিজ্ঞানের যুগেই অবস্থান করছি।

তাই ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্র। দেশের সমস্ত কিছু এখন ধীরে ধীরে ডিজিটালের পথেই হেটে চলেছে। তাই এবার আদমশুমারি কেন নয়? করোনা অতিমারির কারণে ২০২১ সালে যে আদম সুমারি হওয়ার কথা ছিল সেটা এখনও সম্ভব হয় নি।

কিন্তু সেটা এবার ২০২২ সালে করার কথা ভেবেছে কেন্দ্রীয় সরকার। তাই এবার এই বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে গণনা চালিয়ে যেতে চায়।

আরো পড়ুন: চীন লাদাখে সী’মা’ন্ত ইস্যুকে বাঁ’চি’য়ে রাখতে চা’য়, বললেন সেনাপ্রধান মনোজ পান্ডে

গতকাল সোমবার অমিত শাহ বলেন, ই- শুমারি যার মাধ্যমে সম্পূর্ণ আদম শুমারি ১০০% সঠিকভাবে করা সম্ভব হবে। গতকাল সোমবার অমিত শাহ ছিলেন গুয়াহাটির অমিগাওতে।

সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, জন্মের পর আদম শুমারির রেজিস্টারে নাম যোগ করা হবে। আমরা সবাই জানি ১৮ বছর হলে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা হয়। আবার মৃত্যুর পরে সেটা কিন্তু মুছে ফেলা হয়।

তাই এবার আদমশুমারি করা হবে, ২০২৪ সালের মধ্যেই সমস্ত কাজ শেষ করা হবে। তবে সেটা এবার অনলাইনের মাধ্যমে। অর্থাৎ স্ব্যংক্রিয় ভাবে আদম শুমারি আপডেট হবে। যে সফটওয়ারের মাধ্যমে এই কাজ করা হবে তাঁর উদ্বোধন আগামীতেই হবে।

এদিকে ২৫ বছরের ই শুমারি নীতিগুলোকেও রুপায়িত করা হবে। নীতি প্রণয়ন করতে গেলে আদম শুমারির খুব দরকার রয়েছে। তাই গুরুত্বপূর্ণ কাজকে দেশের স্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলতে হবে। এর দ্বারাই বোঝা যাবে কোন পথে উন্নয়ণ এগোচ্ছে।