সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রতিরক্ষা খাতে বাড়লো ব’রা’দ্দ, টাকার অঙ্ক জেনে নিন, ন’জ’রে আত্মনির্ভরতা

কি হতে চলেছে আজকের বাজেটে? সকাল থেকেই সেদিকে নজর ছিল সকলের। বলা যেতে পারে মোদী সরকার নিরাশ করেননি কাউকে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করেছেন তা কার্যত জনহিতকারী বলেই মনে করা হচ্ছে। বাজেট বক্তৃতায় প্রতিরক্ষা ক্ষেত্র থাকবে না তা কখনো হয়।

প্রতিরক্ষা ক্ষেত্রেও আত্মনির্ভরতার উপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী তিনি ঘোষণা করেছেন আগামী ২০২৩-২৪ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে ৫ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে। যার বড় অংশ ব্যয় করা হবে এদেশের বিভিন্ন সামরিক যানবাহন এবং যুদ্ধাস্ত্র নির্মাণের কাজে।

মোট বাজেটের মধ্যে মূলধনের ক্ষেত্রে ব্যয় করা হয়েছে এক লক্ষ ৬২ হাজার কোটি টাকা। এছাড়া বিভিন্ন অস্ত্র এবং সামরিক নানান সরঞ্জাম কিনা সশস্ত্র বাহিনীর তিনটি শাখার পুনঃবিন্যাস করবার জন্য এই অর্থ ব্যয় করা হবে বলেই জানানো হয়েছে।

আরো খবর: সামনেই ত্রিপুরা নির্বাচন, প্র’চা’রে ঝ’ড় তুলতে মিমি-নুসরত-দেব

প্রতিরক্ষার গবেষণা এবং উৎপাদনের ক্ষেত্রে যে বিভিন্ন বেসরকারি সংস্থা ও স্টার্টআপ সংস্থাকে সহায়তা করা হয় তাদের জন্য আরো বেশি পরিমাণ মূলধন বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

২০২২ সালের বাজেট বক্তৃতার প্রতিরক্ষার জন্য পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবারে বরাদ্দের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে প্রায় ৫৫ হাজার কোটি টাকা।

মুদ্রাস্ফীতি কথা মাথায় রেখে এই বৃদ্ধি করা হয়েছে বলেই জানাচ্ছে সরকার। মোট বাজেটের মধ্যেই ২ লক্ষ ৭০ হাজার কোটি টাকার বেশি বেতন পেনশন এবং অন্যান্য খাতে প্রতিরক্ষা কর্মীদের ভাতার ব্যাপারটাও দেখা হচ্ছে। সেই সঙ্গে নতুন অস্ত্র আমদানি এবং আধুনিকীকরণের দিকটাও খতিয়ে দেখা হচ্ছে।