সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১৪ জুলাই কংগ্রেসের সভাপতি নির্বাচন, কিন্তু বিদেশে পা’ড়ি দিলেন রাহুল গান্ধী

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী রাষ্ট্রপতি নির্বাচন ও সংসদের বাদল অধিবেশনের মুখে বিদেশ গেলেন। ব্যক্তিগত কাজে ইউরোপ পাড়ি দিয়েছেন তিনি। দেশে ফিরবেন কথা রবিবার।

কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে বৃহস্পতিবার। বিদেশ সফরের কারণে ওই বৈঠকে থাকবেন না রাহুল। গত কয়েক বছরে দেশের একাধিক রাজ্যের নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। দলের অন্দরেই একাংশের অসন্তোষ দানা বেঁধেছে।

অনেকে, এই প্রেক্ষাপটে দলের জরুরি বৈঠক এড়িয়ে রাহুলের বিদেশ সফর ঘিরে প্রশ্ন তুলেছেন। সূত্রের খবর, কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে বৃহস্পতিবারের বৈঠকে আলোচনা হতে পারে।

আরো পড়ুন: স্কুলে কেন পাজামা-পাঞ্জাবি পরে এসেছেন? হেডমাষ্টারের বেতন কা’টা’র নি’র্দে’শ জেলা শাসকের

প্রসঙ্গত, রাহুল ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের বিপর্যয়ের দায় নিজের ঘাড়ে নিয়ে সভাপতি পদ থেকে ইস্তফা দেন। তার পর থেকে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া গাঁধী।