সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

GST-কে সমর্থন করে ভু’ল হয়েছে, সিঙ্গুরে দাঁ’ড়ি’য়ে কেন্দ্রকে বিঁ’ধ’লে’ন মমতা

রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পের উদ্বোধনে গিয়ে আবারো কেন্দ্রকে আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। জি এস টি ব্যবস্থাকে সমর্থন করা আমার চরম ভুল হয়েছিল। কেন্দ্র সরকার রাজ্য থেকে সব টাকা তুলে নিয়ে গিয়েছে, সরকারি প্রকল্পের উদ্বোধনে সিংগুরে দাঁড়িয়ে এমনটাই বললেন বাংলার মুখ্যমন্ত্রী।

সাড়ে ১২ হাজার কিলোমিটার রাস্তা সংস্কার প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের হাতে তিনি রাস্তা তৈরীর মশলা বানিয়েছেন এদিন। মঞ্চ থেকে তিনি কেন্দ্র সরকারকে এক হাত নিয়েছেন।

তিনি জানিয়েছেন বারো হাজার কিলোমিটার রাস্তা তৈরি করতে পৌনে চার হাজার কোটি টাকা খরচ হচ্ছে। খরচ দিচ্ছে রাজ্য সরকার এর একটা খরচ দিচ্ছে না দিল্লির সরকার। এরপরে তিনি জিএসটি নিয়ে তুলোধোনা করেন কেন্দ্রকে।

আরো খবর: নিশীথ প্রামাণিকের ক’ন’ভ’য়ে হামলার ঘ’ট’না’র ত’দ’ন্তে না’ম’বে CBI, নি’র্দে’শ হাইকোর্টের

জিএসটি করার পর দিল্লি নাকি সব টাকা তুলে নিয়ে যায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন আমাদের মহা ভুল হয়েছিল ওই জি এস টি সমর্থন করা। ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে। প্রথমেই মমতা ভেবেছিলেন জিএসটি চালু করলে হয়তো ভালোভাবে রাজ্যের মানুষের কিন্তু এরপর একের পর এক বঞ্চনার খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

২০১৭ সালের জুলাই মাসের দেশে জি এস টি পরিষেবা চালু করা হয় যার অর্থ এক দেশ এবং এক কর পরিষেবা। কেন্দ্র ও রাজ্য আলাদা করে কোন কর নিতে পারবে না পরিবর্তে পাঁচ বছর রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। কেন্দ্রের এই স্কিমে সায় দিয়েছিল রাজ্য। যদিও এখন নিজেদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত বাংলার মুখ্যমন্ত্রী।