সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২০২৭ সালের মধ্যে সব ডিজেল গাড়ি ব্যা’ন ক’রা হতে পারে!

ইলেকট্রিক গ্যাস এবং প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভর করে যানবাহন চালানোর উপর গুরুত্ব আরোপ করেছে ভারত। পেট্রোল ডিজেলের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এদিকে দূষণের মাত্রা ক্রমাগত বাড়ছে বিভিন্ন শহরে। এই সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে একটি পোস্ট করা হয়েছে।

সেই প্রতিবেদনে বলা হয়েছে ভারত বিশ্বের গ্রিনহাউস গ্যাসের বৃহত্তম নির্গমনকারী দেশ। ২০৭০ সালের মধ্যে দুষণের মাত্রা আমাদের অনেকটাই কমিয়ে আনতে হবে! বিশেষ করে শহরে দূষণের মাত্রা শূন্যে কমিয়ে আনার চিন্তাভাবনা করা হচ্ছে।

পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের দ্বারা গঠিত একটি প্যানেল বৈদ্যুতিক এবং গ্যাস চালিত যানবাহনের ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছে। প্রায় ১০০ পৃষ্ঠার এই প্রতিবেদনে ভারতের শক্তি পরিবর্তনের সম্পূর্ণ পরিকল্পনা গৃহীত হয়েছে।

বিশেষ করে ডিজেল চালিত বাস যতটা কম সম্ভব ব্যবহার করা যায় সেদিকে দৃষ্টি আরোপ করা হয়েছে। ২০৩০ সাল পর্যন্ত ইলেকট্রিক নয় এমন কোন সিটি বাস অন্তর্ভুক্ত করা যাবে না পরিবহন ব্যবস্থায়। ভারতের বৃহৎ পরিসরে শক্তি আমদানির উপর জোর দান করেছে কেন্দ্র।

আরো খবর: নমিনি না থাকলে Account হোল্ডার মা’রা গেলে কি সব টা’কা কি ব্যাংক গ্রা’স করবে? জানুন বিশদে

বিশেষ করে নিজস্ব শক্তি উৎপাদন করতে হবে বলে জানিয়ে দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। ইস্পাত ও সিমেন্টের মতন ভারী শিল্প গুলিতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়াতে হবে।

বর্তমানে ডিজেল এবং পেট্রোলিয়ামের খরচ অনেকটাই বেশি। সেই তুলনায় চাহিদা কম। ডিজেল খরচ ২০১১ থেকে বর্তমানে প্রায় ৭ শতাংশ বেড়ে গিয়েছে।

এই অবস্থায় করোনা পরবর্তী সময়ে দেশের অর্থনীতিকে আরো চাঙ্গা করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে। বিশেষত বাজেট পেশ করবার পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রতিটি মন্ত্রককে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব নাস্ত করেছেন।