সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নমিনি না থাকলে Account হোল্ডার মা’রা গেলে কি সব টা’কা কি ব্যাংক গ্রা’স করবে? জানুন বিশদে

ব্যাঙ্ক একাউন্ট খোলার সময় কিন্তু নমিনির নাম জানাতে হয়। ফর্মের নির্দিষ্ট জায়গায় নমিনির নাম দিতে হয় একাউন্ট খোলার সময়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস।

একাউন্ট হোল্ডার যদি কোনো কারণ বসত মারা যায় তাহলে ব্যাঙ্কে থাকা সমস্ত টাকা নমিনি পায়, কিন্তু প্রশ্ন হল যদি নমিনির নাম দেওয়া না থাকে তাহলে কি একাউন্ট হোল্ডারের মৃত্যুর পর সেই টাকা ব্যাঙ্ক নিয়ে নেয়?

আসল কথা এবার জানা যাক, আসলে নমিনির নাম দেওয়া না থাকলে, একাউন্ট হোল্ডারের আইনি মতে উত্তরাধিকারির কাছে চলে যায়। কিন্তু ব্যাপারটা একেবারেই তেমন সোজা নয়।

আরো খবর: ২০১২ সালেও প্রাথমিক TET-এ বেআইনি নি’য়ো’গ হয়েছে!

কারণ দীর্ঘ জটিল প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যেতে হয় টাকা পাওয়ার জন্য।অর্থাত একাউন্ট হোল্ডারের পরিবার প্রয়োজনের সময় টাকা হাতে নাও পেতে পারে।

নমিনি মানুষ কাকে করে? যার প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে তাকেই নমিনি করা উচিৎ। সেটা পরিবারেরসদস্য থেকে শুরু করে বন্ধুও হতে পারে।

একই নাম দিয়ে বিভিন্ন ব্যাঙ্কে আলাদা আলাদা নমিনি করা যায়। সেটা ফিক্সড ডিপোজিট হতে পারে, সেভিংস, রেকারিং একাউন্টও হতে পারে।